Mamata Banerjee

বিপদে দায় এড়াচ্ছে কেন্দ্র, ১৮ ঊর্ধ্বে টিকায় দেরি নিয়ে মোদীকে তোপ মমতার

চিঠিতে মমতা লিখেছেন, ‘২৪ তারিখে আমি চিঠিতে অনুরোধ করেছিলাম, যাতে রাজ্য সরাসরি টিকা কিনে মানুষকে দিতে পারে। সেই চিঠির কোনও উত্তর পাইনি’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২১ ১৫:৩৩
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

১ মে থেকে ১৮ বছর বয়স হলেই টিকা নেওয়া যাবে তৃতীয় দফায়। সোমবার কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী শুধু মাত্র ১৮ বছরের কম বয়সিরা টিকা নিতে পারবেন না। কেন্দ্রের এই সিদ্ধান্তকে এক হাত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা একটি চিঠিতে মমতার অভিযোগ, ‘বিপদের সময় দায় এড়াচ্ছে কেন্দ্র। ১৮ বছরের ঊর্ধ্বে টিকা দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেরিতে’।

Advertisement

মমতা লিখেছেন, ‘২৪ তারিখে আমি একটা চিঠি দিয়েছিলাম কেন্দ্রকে। অনুরোধ করেছিলাম, যাতে রাজ্য সরাসরি টিকা কিনে মানুষকে দিতে পারে তার জন্য হস্তক্ষেপ করতে। কিন্তু সেই চিঠির কোনও উত্তর পাইনি’।

এর পর মমতা লেখেন, ‘দ্বিতীয় তরঙ্গে সংক্রমণ যখন হু হু করে বাড়ছে, তখন কেন্দ্র অন্তঃসার শূন্য বিবৃতি দিয়ে দায়িত্ব এড়ানোর পথ নিয়েছে’।

Advertisement

মমতা বলেছেন, ‘কেন্দ্রীয় ঘোষণায় টিকার কার্যকারিতা, গুণমান, সরবরাহ নিয়ে সমস্যা সমাধানের কোনও পথ দেখানো হয়নি, রাজ্য কত দামে টিকা কিনতে পারবে, সে ব্যাপারে কিছু বলা হয়নি। আমাদের আশঙ্কা, এই ঘোষণার ফলে বাজারে অসাধু প্রবণতা দেখা যেতে পারে, যা সাধারণ মানুষের টিকা কেনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে’। এর পর মমতা লেখেন, ‘এখন বাজারে টিকা অমিল। দ্রুত এর সমাধানের ব্যবস্থা গ্রহণ করা উচিত। যাতে প্রতিষেধক সকলেই পান’।

শেষে মমতা লেখেন, ‘আপনার কাছে আমার অনুরোধ স্বচ্ছ, বিশ্বাসযোগ্য টিকাকরণ নীতি সুনিশ্চিত করুন, যাতে দেশের সব মানুষ সুলভ মূল্যে টিকা পান’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement