প্রতীকী ছবি।
ভোট-প্রচারে বেরিয়ে বুধবার গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন ধনেখালির তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক অসীমা পাত্র। গ্রামের অনুন্নয়ন, ১০০ দিনের প্রকল্পে কাজ না-পাওয়া, বিধায়কের দেখা না-পাওয়া— এ সব নিয়ে সরব হন বিক্ষোভকারীরা।
বুধবার সকাল-বিকেল দু’দফায় ধনেখালি-১ পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার করেন অসীমা। বিকেলে চক হিরণ্যবাটী এলাকায় গেলে গ্রামবাসীরা তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির লোকেরা চক্রান্ত করে গ্রামবাসীদের দিয়ে ওই কাজ করিয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, দু'বছর ধরে এলাকায় বেশ কিছু মানুষ ১০০ দিনের কাজ প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। পঞ্চায়েতকে জানিয়েও কোনও ফল হয়নি। বিধায়ককে এলাকায় দেখা যায়নি এতদিন। গ্রামে কোনও উন্নয়ন হয়নি। বিক্ষোভকারী এক মহিলার অভিযোগ, ‘‘তৃণমূলের হুমকি শুনতে হয়েছে, ভোট না দিলে রেশন বন্ধ করে দেবে। বাড়িতে থাকতে দেওয়া হবে না।’’
এ নিয়ে অসীমার দাবি, ‘‘বিজেপির লোকজন এ দিন ওই এলাকায় মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে ভুল বোঝাচ্ছিল ভোটের মুখে। আমরা গিয়ে প্রতিবাদ করেছি। বিজেপির কিছু ছেলে এ ভাবে ওই পঞ্চায়েত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজন নরেন্দ্র মোদীর ছবি দেওয়া গেঞ্জিও পরেছিল। পুলিশের কাছে তিন জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।’’
যদিও বিজেপির জেলা (সদর) সাংগঠনিক সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, ‘‘গ্রামবাসীরা এখন তৃণমূলের বিরুদ্ধে নিজেরাই সংগঠিত হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ তৃণমূল গ্রামে কোনও কাজই করেননি। তৃণমূল এখন সবেতেই বিজেপি-জুজু দেখছে।’’