Admission in Kalyani University

স্কিল ডেভেলপমেট নিয়ে ইন্টার্নশিপ প্রোগ্রাম কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, মেয়াদ ছ’মাসের

ফুড টেস্টিং, কোয়ালিটি অ্যাসুরেন্স এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টের বিষয়ই পড়ানো হবে এই প্রোগ্রামে। মোট তিনটি পর্যায়ে ক্লাস হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৬:০৭
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

স্কিল ডেভেলপমেন্ট-এর বিশেষ কিছু বিষয় নিয়ে ইন্টার্নশিপ প্রোগ্রামের সুযোগ দিচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলেই মিলবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি।

Advertisement

পড়ুয়াদের দক্ষতা উন্নয়ন এবং পেশাগত বিকাশের জন্য হাতেকলমে কাজ শেখার বিশেষ কোর্স এটি। মূলত, ফুড টেস্টিং, কোয়ালিটি অ্যাসুরেন্স এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টের বিষয়েই পড়ানো হবে এই প্রোগ্রামে। মোট তিনটি পর্যায়ে ক্লাস। প্রথম পর্যায়ে দু’সপ্তাহ ধরে ওরিয়েন্টেশন এবং ফাউন্ডেশন সংক্রান্ত পাঠদান হবে। দ্বিতীয় পর্যায়ে ১০ সপ্তাহ জুড়ে ফুড টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ডকুমেন্টেশন-এর উপরে আলোকপাত করা হবে। তৃতীয় পর্যায়ে ১২ সপ্তাহ ধরে ফুড প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড কনক্লুশন পড়ানো হবে।

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফুড অ্যান্ড নিউট্রেশন/ ফুড টেকনোলজি/ বটানি/ জুলজি/ কেমিস্ট্রি/ মাইক্রোবায়োলজি/ বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। কোর্স ফি ছ’হাজার টাকা। আসন সংখ্যা মাত্র ১০টি। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement

আবেদন করবেন কী ভাবে?

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’-এ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ৩১ জানুয়ারির মধ্যে। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement