West Bengal Assembly Election 2021

Bengal Polls: সবংয়ে বিজেপি কর্মীদের বাড়িতে বোমাবাজির অভিযোগ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত এলাকা

বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। অন্য দিকে, তৃণমূল-বিজেপি সংঘর্ষে কয়েক জন আহত হয়েছেন বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ০৯:৩৫
Share:

নিজস্ব চিত্র।

দ্বিতীয় দফার ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের সবং। বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। অন্য দিকে, তৃণমূল-বিজেপি সংঘর্ষে কয়েক জন আহত হয়েছেন বলে অভিযোগ। সব মিলিয়ে উত্তেজনা ছড়িয়েছে সবংয়ে।

Advertisement

বিজেপি-র অভিযোগ, কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাড়ির ভিতরে ঢুকে হামলা চালানোরও অভিযোগ উঠেছে। এই হামলায় তাদের একজন কর্মী আহত হয়েছেন বলে দাবি বিজেপি-র।

সবংয়ের বিজেপি প্রার্থী অমূল্য মাইতি বলেন, ‘‘বুধবার রাত থেকেই সবংয়ের বিভিন্ন গ্রামে সন্ত্রাস চালানোর চেষ্টা করছে তৃণমূল। সবাইকে ভয় দেখানো হচ্ছে। মানস ভুঁইয়ার নির্দেশেই এই কাজ চলছে। উনি জানেন হেরে যাবেন। তাই এ ভাবে ভয় দেখানোর চেষ্টা করছেন। এই হামলার বিষয়ে কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে।’’

Advertisement

অন্য দিকে, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নন। হারবে জেনেই বিজেপি এখন নাটক করছে।

এ দিকে সবংয়ের বিষ্ণুপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে কয়েক জন আহত হয়েছেন বলে খবর। তৃণমূলের অভিযোগ, কর্মীদের উপর হামলা চালিয়েছে বিজেপি। কয়েক জন কর্মীর মাথায় আঘাত লেগেছে বলেও দাবি। অন্য দিকে, বিজেপি-র অভিযোগ, তাঁদের কর্মীদের মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement