West Bengal Assembly Election 2021

Bengal Polls: ‘আন্টি’ কে শান্ত থাকতে হবে, ভোট দিয়ে বেরিয়ে শুভেন্দুর খোঁচা মমতাকে

গেরুয়া তিলক। গেরুয়া উত্তরীয়। এই সাজেই কথা মতো ভোরবেলা উঠে ভোট দিতে গিয়েছিলেন নন্দীগ্রামে বিজেপি-র প্রার্থী শুভেন্দু অধিকারী। বেরিয়ে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘আন্টি’ বলে সম্বোধন করলেন তিনি। নন্দীগ্রাম কেন্দ্রের দিকে নজর রয়েছে গোটা দেশের। দেশের একাধিক প্রান্ত থেকে সংবাদমাধ্যম এসে হাজির হয়েছে ‘আন্দোলন ভূমিতে’। তাই বৃহস্পতিবার ভোট দিয়ে বেরিয়ে হিন্দিতেই বেশির ভাগ কথা বললেন শুভেন্দু। মমতাকে তাঁর বার্তা, “৬৬ বছর, (উনি) আন্টি। আন্টি কো থোড়া শান্ত র‌্যাহনা চাহইয়ে (আন্টিকে একটু শান্ত থাকবে হবে)। সংযত থাকতে হবে তাঁকে। গুন্ডাগিরি করা চলবে না। উন্নয়ন জিতবে, তোষণের রাজনীতির পরাজয় হবে।’’ ভোটদানের পরেই শুভেন্দুর গলা যথেষ্ট আত্মবিশ্বাসী শুনিয়েছে। তিনি বলেছেন, প্রতিটি বুথে তিনি যাবেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নন্দীগ্রাম শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ০৯:০০
Share:

নিজস্ব চিত্র।

গেরুয়া তিলক। গেরুয়া উত্তরীয়। এই সাজেই কথা মতো ভোরবেলা উঠে ভোট দিতে গিয়েছিলেন নন্দীগ্রামে বিজেপি-র প্রার্থী শুভেন্দু অধিকারী। বেরিয়ে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘আন্টি’ বলে সম্বোধন করলেন তিনি। নন্দীগ্রাম কেন্দ্রের দিকে নজর রয়েছে গোটা দেশের। দেশের একাধিক প্রান্ত থেকে সংবাদমাধ্যম এসে হাজির হয়েছে ‘আন্দোলন ভূমিতে’। তাই বৃহস্পতিবার ভোট দিয়ে বেরিয়ে হিন্দিতেই বেশির ভাগ কথা বললেন শুভেন্দু। মমতাকে তাঁর খোঁচা, “৬৬ বছর, (মমতা) আন্টি। আন্টি কো থোড়া শান্ত র‌্যাহনা চাহইয়ে (আন্টিকে একটু শান্ত থাকবে হবে)। সংযত থাকতে হবে তাঁকে। গুন্ডাগিরি করা চলবে না। উন্নয়ন জিতবে, তোষণের রাজনীতির পরাজয় হবে।’’

Advertisement

ভোটদানের পরেই শুভেন্দুর গলা যথেষ্ট আত্মবিশ্বাসী শুনিয়েছে। তিনি বলেছেন, প্রতিটি বুথে তিনি যাবেন না। সকাল সকাল ভোট দিয়ে বেরিয়ে বাড়ি ফিরবেন একবার। আধ ঘণ্টা বিশ্রাম করে নিজের কেন্দ্রে বেরোবেন তিনি। সারা দিন ঘুরবেন। শুভেন্দুর দাবি, তৃণমূল ৮০টির বেশি বুথে এজেন্ট দিতে পারেনি। সাধারণ মানুষকে শুভেন্দুর বার্তা, ‘‘খাবার পরে খাবেন, আগে ভোট দিন।’’

ভোটের প্রচারে এসে নির্বাচনে বিজেপি-র লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেছেন, ২০০ আসন পার করতেই হবে। শুভেন্দু সেই বিষয়ে বললেন, ‘‘ভোটের অঙ্ক মেলানোর বিষয়ে অমিত শাহের জুড়ি নেই। তাই তিনি যেটা বলেছেন সেটাই হতে চলেছে। তিনি আগেও হিসাব মিলিয়ে দিয়েছেন, এ বারও মিলে যাবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement