শমীক ভট্টাচার্য। রাজ্য বিজেপি-র অন্যতম শীর্ষ নেতা। রাজারহাট গোপালপুর কেন্দ্রে এ বারে পদ্মের প্রার্থী।
নির্বাচন কমিশনের কাছে তিনি সম্প্রতি যে হলফনামা জমা দিয়েছেন তাতে তাঁর সম্পত্তির পরিমাণ জানিয়েছেন শমিক।
তারকা প্রার্থী এবং অন্যান্য বহু প্রার্থীদের কোটি টাকার ভিড়ে বহু দিনের এই রাজনীতিকের সম্পত্তির পরিমাণ অনেকটাই কম।
হলফনামা অনুযায়ী, তাঁর হাতে নগদ রয়েছে মাত্র ৭ হাজার ১০০ টাকা।
এসবিআই এবং পিএনবি-র ৩টি আলাদা শাখা মিলিয়ে জমানো টাকা মোট ১ লাখ ৮ বাজার ৫৭ টাকা।
শেয়ার বাজার, ডাকঘর, মিউচুয়াল ফান্ড, জীবন বিমা- এ সব খাতে কোনওরকম সঞ্চয়ের কথা উল্লেখ করেননি তিনি।
নিজের কোনও গাড়ি নেই বলে হলফনামায় জানিয়েছেন শমীক।
তবে ১৫০ গ্রাম ওজনের সোনার গয়না রয়েছে তাঁর। সোনা এবং অন্যান্য জিনিস মিলিয়ে মোট ৬ লাখ ৯৩ হাজার ৭৪০ টাকার মূল্যবান জিনিস রয়েছে তাঁর।
ব্যাঙ্ক, নগদ, গয়না সমস্ত মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ মোট ৮ লাখ ১ হাজার ৭৯৮ টাকা।
পারিবারিক সূত্রে কিংবা নিজ উপার্জনে কেনা কোনও চাষের জমি তাঁর নামে নথিভুক্ত নেই। তাঁর নামে কোনও বাড়িও নেই বলে জানিয়েছেন হলফনামায়।
অর্থাৎ তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ শূন্য।
এর মধ্যে গত অর্থবর্ষে তাঁর উপার্জন ছিল ১ লাখ ৬৮ হাজার টাকা। ব্যাঙ্কে কোনও ঋণও নেই তাঁর।