Mamata Banerjee

Bengal Election: ‘রামনবমীতে হিংসার পরিকল্পনা বিজেপি-র, অভিযোগ মমতার, ‘ঘর সামলান’, পাল্টা জয়প্রকাশ

মঙ্গলবার ভগবানপুরের জনসভায় মমতা তৃণমূল কর্মী-সমর্থকদের পরামর্শ দেওয়ার ভঙ্গিতে বলেন, ‘‘মাথা ঠান্ডা করে, মনে রাখবেন আমাদের ভোট করতে হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২১ ১৫:৫৬
Share:

জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

রামনবমীতে হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছে বিজেপি। বুধবার রামনবমী। তার আগের দিন, অর্থাৎ মঙ্গলবার মুর্শিদাবাদের ভগবানগোলার জনসভা থেকে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ সামনে আসতেই তা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তাঁর অভিযোগ, মমতার ‘ডান হাত’ ফিরহাদ হাকিম কুৎসিত ভাষার বিজেপি-কে আক্রমণ করার প্ররোচনা দিচ্ছেন।

Advertisement

মঙ্গলবার ভগবানপুরের জনসভায় মমতা তৃণমূল কর্মী-সমর্থকদের পরামর্শ দেওয়ার ভঙ্গিতে বলেন, ‘‘মাথা ঠান্ডা করে, মনে রাখবেন আমাদের ভোট করতে হবে। কোনও প্ররোচনায় পা দিতে দেবেন না। নিজেরাও দেবেন না। আগামিকাল রামনবমী আছে। আমি সবাইকে শুভেচ্ছা জানাই। শান্তিপূর্ণ ভাবে পালন করুন। রমজান মাস চলছে। শান্তিপূর্ণ ভাবে পালন করুন। এমন কিছু করব না, যাতে হিংসা ছড়ায়।’’ এর পরেই মমতার অভিযোগ, ‘‘বিজেপি-র পরিকল্পনা আছে। সেই পরিকল্পনায় আমরা যেন মদত না দিই।’’

বাজারে করোনার ওষুধের সহজলভ্যতা নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীকে বিঁধেছেন মমতা। তাঁর দাবি, ‘‘করোনার ৬৪ শতাংশ ওষুধ প্রধানমন্ত্রী বিদেশে পাঠিয়ে দিয়েছেন। খোলা বাজারে ওষুধ কোথায়? সব পাঠিয়ে দিয়েছে বিদেশে। দিল্লি, গুজরাত, রাজস্থান, বাংলা ওষুধ পাচ্ছে না। ঘর জ্বালানি পর ভোলানি। আবার এখন বলছেন, খোলাবাজারে ওষুধ পাওয়া যাবে।’’

Advertisement

মমতার ‘হিংসা’ অভিযোগ নিয়ে জয়প্রকাশের প্রতিক্রিয়া, ‘‘মাননীয়া বিজেপি-র নামে বলে যাচ্ছেন। আর ওদিকে ওঁর ডান হাত ফিরহাদ হাকিম কুৎসিত ভাষায় গালাগালি দিয়ে বিজেপি-কে মারার প্ররোচনা দিচ্ছেন। হিংসাটা কে ছড়াচ্ছে? মাননীয়া এক বার নিজের ঘরের দিকে তাকান। আগে নিজের ঘর সামলান। দল সামলান। নিজের মন্ত্রী-সান্ত্রীদের ভাষা সংযত করতে বলুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement