West Bengal Assembly Election 2021

Bengal Election: ‘ইনডোরেই খেলছেন’ সকাল থেকে, মাঝে বাইকে চড়ে ভোট দিয়ে এলেন নজরবন্দি অনুব্রত

অনুব্রতর উপর নজর রাখছেন নির্বাচন কমিশনের নিয়োগ করা জেলাশাসক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাইকে চড়ে ভোট দিতে যান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১৩:৩৮
Share:

ভোট দিলেন অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। নিজস্ব চিত্র।

বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের খোঁজে বুধবার ঘণ্টা তিনেক হন্যে হয়ে ঘুরেছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু বৃহস্পতিবার ভোটের দিন বাহিনী ও কমিশনকে সমস্যায় ফেলেননি কেষ্ট। সকাল থেকে ছিলেন বাড়িতেই। বেলা বাড়তে ভোট দিতে গেলেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে দলীয় এক কর্মীর বাইকে চড়েন অনুব্রত। পরনে ছিল হলুদ পাঞ্জাবি। অনুব্রতর উপর নজর রাখছিলেন নির্বাচন কমিশনের নিয়োগ করা জেলাশাসক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাইকে চড়েই বোলপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ভগবত প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। তার পর ভোট দিয়ে সোজা চলে যান বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে।

Advertisement

যদিও সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর দেননি বীরভূমের তৃণমূল সভাপতি। অনুব্রতর সঙ্গে ভোট দিতে যান তাঁর মেয়ে সুকন্যাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement