West Bengal Assembly Election 2021

Bengal Election: হাতে ভোটার কার্ড, মালদহে লাইন দিয়ে বুথে ঢুকে বৃদ্ধ জানতে পারলেন তিনি ‘মৃত’!

লাইনে প্রায় ২ ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরে বুথে ঢুকে বৃদ্ধ জানতে পারেন, তাঁর নাম কেটে দেওয়া হয়েছে তালিকা থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১৩:১৮
Share:

নিজস্ব চিত্র।

ভোটার কার্ড রয়েছে। ভোট দিতে যাওয়ার আগে ভোটের স্লিপও পেয়েছেন। কিন্তু কেন্দ্রে ঢুকেই বৃদ্ধ জানতে পারলেন, তিনি নাকি মৃত। আর সেই কারণে ভোটার তালিকা থেকে তাঁর নাম কাটা গিয়েছে। তাই ভোট না দিয়েই ফিরে যেতে হল তাঁকে।

Advertisement

ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের সুভাষপল্লি এলাকার মাতৃ সদনের ৯৪ নম্বর বুথে। ‘মৃত’ ওই ভোটারের নাম কালীপদ ভদ্র। বয়স ৭৪ বছর। বৃহস্পতিবার সকালে জগন্নাথ কলোনির বাসিন্দা কালীপদ ভোট দিতে যান। লাইনে প্রায় ২ ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরে বুথে ঢুকে তিনি জানতে পারেন, তাঁর নাম কেটে দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। তাঁকে ভোটকর্মীরা জানান, ভোটার তালিকায় মৃত হিসেবে নাম কেটে দেওয়া হয়েছে কালীপদর।

Advertisement

ঘটনায় হতচকিত কালীপদ বলেন, “ভোট দিতে গিয়ে শুনলাম, আমি মারা গিয়েছি। আমার নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। কিন্তু আমার কাছে ভোটার কার্ড আছে। স্লিপও পেয়েছি। গত বারও ভোট দিয়েছিলাম। কিন্তু এ বার ভোট দিতে পারলাম না।’’ যদিও এই বিষয়ে তিনি প্রশাসনকে জানাবেন কি না সেই বিষয়ে কিছু বলেননি কালীপদ বা তাঁর পরিবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement