নিজস্ব চিত্র।
ভোটার কার্ড রয়েছে। ভোট দিতে যাওয়ার আগে ভোটের স্লিপও পেয়েছেন। কিন্তু কেন্দ্রে ঢুকেই বৃদ্ধ জানতে পারলেন, তিনি নাকি মৃত। আর সেই কারণে ভোটার তালিকা থেকে তাঁর নাম কাটা গিয়েছে। তাই ভোট না দিয়েই ফিরে যেতে হল তাঁকে।
ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের সুভাষপল্লি এলাকার মাতৃ সদনের ৯৪ নম্বর বুথে। ‘মৃত’ ওই ভোটারের নাম কালীপদ ভদ্র। বয়স ৭৪ বছর। বৃহস্পতিবার সকালে জগন্নাথ কলোনির বাসিন্দা কালীপদ ভোট দিতে যান। লাইনে প্রায় ২ ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরে বুথে ঢুকে তিনি জানতে পারেন, তাঁর নাম কেটে দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। তাঁকে ভোটকর্মীরা জানান, ভোটার তালিকায় মৃত হিসেবে নাম কেটে দেওয়া হয়েছে কালীপদর।
ঘটনায় হতচকিত কালীপদ বলেন, “ভোট দিতে গিয়ে শুনলাম, আমি মারা গিয়েছি। আমার নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। কিন্তু আমার কাছে ভোটার কার্ড আছে। স্লিপও পেয়েছি। গত বারও ভোট দিয়েছিলাম। কিন্তু এ বার ভোট দিতে পারলাম না।’’ যদিও এই বিষয়ে তিনি প্রশাসনকে জানাবেন কি না সেই বিষয়ে কিছু বলেননি কালীপদ বা তাঁর পরিবার।