প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। বৃহস্পতিবারের নিজস্ব চিত্র।
বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরুর পর থেকেই মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় অশান্তি হলেও নির্বাচন কমিশনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৃহস্পতিবার ভোটের দিন জেলায় সংঘর্ষে মৃত্যু হয়েছে এক জনের।
বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বৃহস্পতিবার বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী যে প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে, তা অস্বীকার করার জায়গা নেই। যেখান থেকে যা যা অভিযোগ পাচ্ছি, সে সব আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি। কমিশনও দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। মূলত তৃণমূলই সন্ত্রাস তৈরির চেষ্টা করছে।’’
অধীর এও জানান, বুথের মধ্যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটছে না। বাইরে কিছু হলেও হতে পারে। ডোমকল বিভিন্ন বুথে সকালে সমস্যা দেখা দিলেও তা সমাধান করা হচ্ছে। তাঁর কথায়, ‘‘এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তৎপরতা সন্তোষজনক।’’