সংঘর্ষে আহত তৃণমূল সমর্থক। নিজস্ব চিত্র।
পূর্ব বর্ধমান জেলার গলসি-২ নম্বর ব্লকের ভুড়ি অঞ্চলের জাঁহাপুরে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। ৭৭ নম্বর বুথের তৃণমূল এজেন্টকে মারধর করা হয় বলেও অভিযোগ।
তৃণমূলের অভিযোগ, ওই ছাপ্পা ভোট দিচ্ছিল বিজেপি। ওই সময় ছাপ্পা ভোটে বাধা দেন তৃণমূল এজেন্ট। ফোন করে বিষয়টি গ্রামের নেতা-কর্মীদের জানান। তৃণমূলের তরফে প্রশাসনে ফোন করে পুরো ঘটনা জানানো হয়। এরপর তৃণমূল কর্মী-সমর্থকেরা ওই বুথে ভোট দিতে গেলে তাঁদের উপর হামলা চালায় বিজেপি। এরপর ঘটনার পরিস্থিতি মোকাবিলায় আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলায় তৃণমূলের কয়েকজন আহত হয়েছেন বলে দলের ব্লক নেতৃত্বের তরফে জানানো হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ শিকদার শনিবার বিকেলে বলেন, ‘‘তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই সংঘর্ষ। আমরা এ বিষয়ে কিছুই জানি না। রাজ্য পুলিশের কর্মীরা বিনা কারণে আমাদের কর্মী-সর্থকদের মারধর করেছে।’’ তাঁর অভিযোগ, পুলিশের মাকে নরোত্তম বাউড়ি, শ্যামল বালা, সুব্রত অধিকারী-সহ তিন-চারজন বিজেপি কর্মী আহত হয়েছেন। পাশাপাশি, বিজেপি সমর্থক টোটোচালক বিবেক বিশ্বাসকে পুলিশ আটক করেছে বলেও জানিয়েছেন অভিজিৎ।