হাতিকে পুজো করে প্রচারে নামলেন মিতালি। নিজস্ব চিত্র।
এক মিতালিকে পুজো করে প্রচার শুরু আর এক মিতালির। ধূপগুড়ির তৃণমূল প্রার্থী মিতালি রায় প্রচার শুরু করলেন। সেই কর্মসূচিতে নামার আগে ধূপগুড়িতে গধেয়ারকুঠি বিটের এক কুনকি হাতির পুজো করেন তিনি। ওই হাতিটির নামওমিতালি। এক মাস পর পঞ্চম দফায় আগামী ১৭ এপ্রিল ভোট ধূপগুড়িতে। কিন্তু এখন থেকেই ময়দানে নেমে পড়েছেন তিনি।
এবার ভোটের বাজারে বহু প্রার্থী মন্দির-মসজিদে ‘মাথা ঠুকে’ তার পর প্রচার শুরু করছেন। প্রায় সেই পথ ধরলেও একটু অন্য ভাবে প্রচার শুরু করলেন ধূপগুড়ির বর্তমান বিধায়ক তথা এবারের তৃণমূল প্রার্থী মিতালি। বন দফতরের একটি পোষ্যকুনকি হাতিকে পুজো করে তাকে তার প্রিয় ফল কলা দিয়ে পেট-পুজো করিয়ে জনসংযোগে বার হন তিনি।
কুনকি মিতালির পুজো করে তৃণমূল প্রার্থী মিতালি বলেন,“হাতির মধ্যেও ভগবান বিরাজ করেন। তাই আজকে হাতি পুজো করে প্রচার শুরু করলাম।”হাতি পুজো করে তিনি ধূপগুড়ি এলাকার গধেয়ারকুঠি গ্ৰাম পঞ্চায়েত ও ঝাড়আলতা ২ গ্ৰামপঞ্চায়েত এলাকার গাড়িয়ালটারি ডাউকিমারি এলাকায় প্রচার সারেন।