West Bengal Assembly Election 2021

Bengal Poll: করোনা টিকা নেওয়ার পরই সংক্রমণের জন্য কেন্দ্রকে দুষলেন অনুব্রত মণ্ডল

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সম্প্রতি একাধিকবার পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার বাড়ার জন্য ‘বিজেপি-র বহিরাগত’দের নিশানা করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ১৭:৩৬
Share:

বোলপুর হাসপাতালে টিকা নিচ্ছেন অনুব্রত। নিজস্ব চিত্র।

বোলপুরের সরকারি হাসপাতালে গিয়ে করোনা টিকা নিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর টিকা নিয়েই রাজ্য জুড়ে কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জন্য দুষলেন কেন্দ্রকে। পাশাপাশি, রাজ্যে করোনার ‘প্রত্যাবর্তনের’ জন্য নাম না করে নির্বাচন কমিশনকেও খোঁচা দিয়েছেন তিনি।

Advertisement

অনুব্রত শুক্রবার বলেন অভিযোগ, ‘‘এই আট দফার ভোট করে করোনা ছড়াচ্ছে বিজেপি সরকার আর ধৃতরাষ্ট্র (নির্বাচন কমিশন)।’’ তবে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা সকলকে করোনা প্রতিষেধক নেওয়ার আবেদন জানান। আমজনতার উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘সকলে ভ্যাকসিন নিন।’’

বোলপুর মহকুমা হাসপাতালে বীরভূম জেলা সভাপতির কাছে জানতে চাওয়া হয়েছিল, করোনা টিকা নেওয়ার অভিজ্ঞতার কথা। তিনি বলেন, ‘‘ভ্যাকসিন নেওয়ার পর তো কিছুই মনে হলো না ।’’

Advertisement

প্রসঙ্গত, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সম্প্রতি একাধিকবার পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার বাড়ার জন্য ‘বিজেপি-র বহিরাগত’দের নিশানা করেছেন। পাশাপাশি, এক মাসেরও বেশি সময় ধরে ৮ দফার ভোট সংক্রমণের সহায়ক হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। শুক্রবার সেই অভিযোগই শোনা গিয়েছে অনুব্রতের মুখে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement