nusrat jahan

Bengal Poll: ডেবরায় তৃণমূলের প্রচারে এসে ‘ক্ষমাপ্রার্থী’ সাংসদ নুসরত

সভায় নুসরতকে দেখতে ভিড় জমান তৃণমূল কর্মী-সমর্থকদের পাশাপাশি অনেক সাধারণ মানুষ।

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ২৩:২৫
Share:

ডেবরার সভায় নুসরত জহান এবং হুমায়ূন কবীর। নিজস্ব চিত্র।

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় দলের ভোট প্রচারে এসে আমজনতার কাছে ক্ষমা চাইলেন তৃণমূলের অভিনেত্রী-সাংসদ নুসরত জহান। সভায় তিনি বলেন, ‘‘যদি কোনও ভুল হয়ে থাকে, আপনাদের মন অনেক বড় ক্ষমা করে দেবেন।’’ যদিও ঠিক কেন তিনি আমজনতার কাছে ক্ষমা চাইছেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি নুসরত।

Advertisement

বুধবার ডেবরা বিধানসভার তৃণমূল প্রার্থী হুমায়ূন কবীরের প্রচারে বক্তৃতা করতা গিয়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। সভায় নুসরতকে দেখতে ভিড় জমান তৃণমূল কর্মী-সমর্থকদের পাশাপাশি অনেক সাধারণ মানুষ। মেদিনীপুরের সংগ্রামের ঐতিহ্যের প্রসঙ্গ তুলে নুসরত বলেন, ‘‘আগামীদিনে পথ দেখাবে এই মাটি। দিদির হাত শক্ত করবে মেদিনীপুরের মাটি। মাথা থেকে পা পর্যন্ত আঘাত নিয়েও তিনি কাজ করে চলেছেন বাংলার মানুষের জন্য। আপনাকে, আমাকে বাঁচিয়ে রেখেছেন আমার-আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’’

নুসরত বলেন, ‘‘দিদির আদর্শে বিশ্বাস রাখি। যখন বিপদে পড়বে মানুষ তখন বাঁচাবে কিন্তু সেই হওয়াই চটি।’’ কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে নুসরত বলেন, ‘‘দেশে আগুন লাগিয়ে, গ্যাসের দাম কিভাবে বৃদ্ধি হয়েছে। বাংলার সংস্কৃতি বোঝে না। সকলকে অপমান করছে।’’ প্রার্থী হুমায়ন বলেন, "কেন সকলে বলছে বাংলার মেয়েকে চায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে বসে থেকে সরকার চালান না। উনি জেলায় জেলায় আধিকারিকদের নিয়ে ঘুরে বেড়িয়ে উন্নয়নের কাজগুলি দেখেন। এ জন্য বাংলা নিজের মেয়েকে চায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement