TMC

নির্বাচনের আগে বিহার, উত্তরপ্রদেশ ও গুজরাত থেকে অস্ত্র আমদানি হচ্ছে: জ্যোতিপ্রিয়

মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনায় তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন তোলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাবড়া শেষ আপডেট: ১১ মার্চ ২০২১ ১৭:১২
Share:

সাংবাদিকদের মুখোমুখি জ্যোতিপ্রিয় মল্লিক। নিজস্ব চিত্র

নির্বাচন শুরু কয়েক দিন পরেই। ভোটে অশান্তি ছড়াতে পারে, এমন আশঙ্কা অনেকেরই। এ বার সেই আশঙ্কার কথাই উঠে এল রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়। তাঁর বিস্ফোরক অভিযোগ, ‘‘নির্বাচনের মুখে রাজ্যে অশান্তি পাকাতে রাজ্যে আমদানি করা হচ্ছে অস্ত্র। উত্তরপ্রদেশ, গুজরাত ও বিহার থেকে অস্ত্র ঢুকছে রাজ্যে।’’ হাবড়া বিধানসভার রুদ্রপুর বাজার এলাকায় একটি দলীয় অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করেন হাবড়ার তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনায় তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি যাঁরা এই ঘটনা নিয়ে ‘কু-কথা’ বলছেন, তাঁদের উদ্দেশে বলেন, ‘‘এই আঘাতের পাল্টা জবাব দিয়ে আড়াইশো আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল।’’

বুধবার রাতেই এসএসকেএমে আহত মুখ্যমন্ত্রীকে দেখতে যান রাজ্যপাল। সেই প্রসঙ্গ টেনে জ্যোতিপ্রিয়ের কটাক্ষ, ‘‘উনি দেখতে না গেলে বাংলার ১০ কোটি লোক হাসবে। তাই সৌজন্য দেখাতে উনি হাসপাতালে গিয়েছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement