Humayun kabir

Bengal Polls: জুটিতে কোটিতেই আছেন, কিন্তু প্রতিদ্বন্দ্বী ভারতীর থেকে সম্পদে অনেক পিছিয়ে হুমায়ুন

ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন হুমায়ুন। তাতে সম্পত্তির খতিয়ান তুলে ধরেছেন

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২১ ১৫:৪০
Share:
০১ ১৪

ভারতী ঘোষ এবং হুমায়ুন কবীর। ডেবরার মাটিতে ভোটযুদ্ধে মুখোমুখি হতে চলেছেন রাজ্যের এই দুই প্রাক্তন আইপিএস কর্তা। ডেবরার ভূমিপুত্র হুমায়ুন।

০২ ১৪

আগামী এপ্রিলে চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল হুমায়ুনের। কিন্তু তার মাস তিনেক আগে গত জানুয়ারির শেষ লগ্নে চাকরিতে ইস্তফা দেন তিনি।

Advertisement
০৩ ১৪

ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন হুমায়ুন। তাতে সম্পত্তির যে খতিয়ান তুলে ধরেছেন তাতে দেখা যাচ্ছে স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট ১ কোটি ২৮ লাখ ৮৭ হাজার ৩৩১ টাকার মালিক তিনি। যেথানে তাঁর প্রতিদ্বন্দ্বী ভারতী ঘোষ স্থাবর-অস্থাবর মিলিয়ে ১০ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৮৩১ টাকার মালকিন।

০৪ ১৪

হুমায়ুনের স্ত্রী পেশায় ব্যবসায়ী। কমিশনে জমা পড়া হলফনামা অনুযায়ী স্থাবর-অস্থাবর মিলিয়ে স্ত্রীর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ৪৯৮ টাকা।

০৫ ১৪

নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছেন হুমায়ুন, তাতে বলা হয়েছে, এই মুহূর্তে তাঁর হাতে নগদ রয়েছে ১২ হাজার ২৪০ টাকা এবং তাঁর স্ত্রীর হাতে নগদ ৯ হাজার ৭০০ টাকা।

০৬ ১৪

স্থায়ী আমানত, সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে স্টেট ব্যাঙ্কের বিভিন্ন শাখায় তাঁর মোট ৬ লাখ ৮৫ হাজার ৯১ টাকা রয়েছে। ব্যাঙ্ক অব ইন্ডিয়া, অ্যাক্সিস, এসবিআই মিলিয়ে তাঁর স্ত্রী-র সঞ্চয় ২৫ লক্ষ ৮১ হাজার ৭৯৭ টাকা।

০৭ ১৪

ব্যাঙ্ক ছাড়া ডাকঘর, জীবনবিমাতে কোনও সঞ্চয় নেই বলে হলফনামায় জানিয়েছেন হুমায়ুন। তবে তাঁর স্ত্রীর এলআইসি-র ৫টি পলিসিতে মোট বিনিয়োগ ৪৩ লাখ ৯৫ হাজার টাকা।

০৮ ১৪

অর্থাত্ ব্যাঙ্ক, জীবনবিমা মিলিয়ে হুমায়ুনের রয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৩৩১ টাকা। তাঁর স্ত্রীর রয়েছে এর প্রায় ১৪ গুণ, ৮৫ লাখ ৮৬ হাজার ৪৯৮ টাকা।

০৯ ১৪

নিজের বা তাঁর স্ত্রীর কোনও ব্যক্তিগত গাড়ি নেই বলে জানিয়েছেন হুমায়ুন।

১০ ১৪

তবে তাঁর স্ত্রীর ৪০ ভরি সোনার গয়না রয়েছে। যার বর্তমান বাজার মূল্য ১৬ লাখ টাকা। হুমাযুন নিজের কোনও গয়নার উল্লেখ করেননি হলফনামায়।

১১ ১৪

অস্থাবর সম্পত্তির যে খতিয়ান তিনি দিয়েছেন তাতে দেখা যাচ্ছে হুমায়ুনের নামে হাওড়া, কলকাতা এবং রাজারহাট মিলিয়ে মোট চারটি জমি রয়েছে। হাওড়ার শিবপুরের জমিটি ৮.৬ কাঠা। এই শিবপুরেই ২ কাঠার আরও একটি জমি রয়েছে তাঁর। প্রিন্স আনোয়ার শাহ রোডে ১৪০০ বর্গ ফুটের একটি ফ্ল্যাট এবং নিউটাউন রাজারহাটে ৩ কাঠা একটি জমি রয়েছে।

১২ ১৪

২০০১ সাল থেকে ২০১০ সালের মধ্যে এই জমিগুলি কিনেছিলেন তিনি। কেনার সময় জমিগুলির মূল্য ছিল যথাক্রমে ৭ লাখ, দেড় লাখ, ২৪ লাখ এবং ৭ লাখ ৭৮ হাজার টাকা। অর্থাত্ মোট ৪০ লাখ ২৮ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। সব মিলিয়ে যার বর্তমান বাজারদর দাঁড়িয়েছে ১ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকা।

১৩ ১৪

বর্ধমানের আউশগ্রামে তাঁর স্ত্রীর নামে একটি ১.০২ একর চাষের জমি রয়েছে। যা পারিবারিক সূত্রে তিনি পেয়েছেন। যার বর্তমান মূল্য ২ লাখ ৪ হাজার টাকা।

১৪ ১৪

এ ছাড়া প্রিন্স আনোয়ার শাহ রোডে ৪২০ বর্গ ফুটের একটি ফ্ল্যাট রয়েছে স্ত্রীর। ২০১৫ সালে ২৯ লাখ টাকা দিয়ে সেটি কিনেছিলেন তিনি। এই মুহূর্তে তার দাম ৪০ লাখ টাকা। নারকেলডাঙায় ১ কাঠা ১৪ শতক জমির উপর একটি সম্পত্তি রয়েছে তাঁর স্ত্রীর। হুমায়ুনের স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬০ লাখ ৪ হাজার টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement