Fire

Bengal Election: খণ্ডঘোষে বিজেপি-র দলীয় কার্যালয়ে আগুন, তৃণমূলের দিকে অভিযোগের তির

বিজেপি-র অভিযোগ, খণ্ডঘোষের সাকো গ্রামে রাতের অন্ধকারে পার্টি অফিসে আগুন ধরিয়ে দিয়েছেন তৃণমূলের কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খণ্ডঘোষ শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২১ ২১:২৯
Share:

খণ্ডঘোষের সাকো গ্রামে ভস্মীভূত বিজেপি-র দলীয় কার্যালয়। —নিজস্ব চিত্র।

খণ্ডঘোষ কেন্দ্রে ভোট মিটলেও সেখানকার বিভিন্ন এলাকায় উত্তেজনা অব্যাহত। সোমবার রাতে ওই কেন্দ্রে বিজেপি-র দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। তবে পূর্ব বর্ধমান জেলার ওই ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

বিজেপি-র অভিযোগ, খণ্ডঘোষের সাকো গ্রামে রাতের অন্ধকারে পার্টি অফিসে আগুন ধরিয়ে দিয়েছেন তৃণমূলের কর্মীরা। স্থানীয় বিজেপি নেতা যাদব বাগ বলেন, “১৭ এপ্রিল ভোটের দিন এখানে অশান্তি হয়েছিল। তার পর থেকে তৃণমূলের রুজু করা মিথ্যা মামলায় আমাদের দলের কর্মীরা ঘরছাড়া। সোমবার রাতে তৃণমূলের লোকজন পার্টি অফিসে আগুন ধরিয়ে দিয়েছে।” বিজেপি-র এক কর্মী মিনু রায়ের দাবি, “রাতে পার্টি অফিসের কাছে ঘোরাঘুরি করছিল দু'জন। ওই দু'জনই আগুন ধরিয়েছে বলে মনে হচ্ছে।”

তবে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ব্লক তৃণমূল সভাপতি অপার্থিব ইসলাম বলেন, “আমরা এ ধরনের হঠকারী রাজনীতি করি না। আমাদের কর্মীরা হিংসায় বিশ্বাসী নন। নির্বাচনে বিজেপি হারছে। তাই হতাশায় নানা রকম কার্যকলাপ করছে ওরা। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। ওরা মিথ্যা অভিযোগ করছে।”

Advertisement

যদিও খণ্ডঘোষ বিধানসভার বিজেপি প্রার্থী বিজন মণ্ডলের পাল্টা দাবি, “স্থানীয় তৃণমূলীরাই এ কাজ করেছে। আমাদের কাছে তার প্রমাণ আছে। ওরা গণতান্ত্রিক ভাবে পরাজিত। তাই বিজেপি-কে নানা ভাবে জব্দ করতে চাইছে। আমরা চাই, প্রশাসন সঠিক ব্যবস্থা নিক। আমাদের কর্মীরা বার বার আক্রান্ত হতে শুরু করলে আমরা কী করব?”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement