Gambling

জুয়ার আসরে হানা পুলিশের, ওড়িশায় গ্রেফতার ৮০ জন! বাজেয়াপ্ত ২৯ লক্ষ টাকা, ৭৪টি মোবাইল ফোন

গোপন সূত্রে পুলিশ খবর পায়, নওপড়ার জাঁকা এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে প্রতি দিন জুয়ার আসর বসছে। শুধু তাই-ই নয়, রমরমিয়ে চলছে সেই ব্যবসা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৫:০২
Share:

(বাঁ দিকে) জুয়ার আসরে ধৃতেরা। (ডান দিকে) জুয়ার আসর থেকে উদ্ধার টাকা। ছবি: সংগৃহীত।

ওড়িশার নওপড়া জেলায় জুয়ার ঠেক ভাঙতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ৮০ জনকে গ্রেফতার করে তারা। উদ্ধার হয়েছে ২৯ লক্ষ টাকা। বাজেয়াপ্ত ৭৪টি মোবাইল ফোন।

Advertisement

গোপন সূত্রে পুলিশ খবর পায়, নওপড়ার জাঁকা এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে প্রতি দিন জুয়ার আসর বসছে। শুধু তাই-ই নয়, রমরমিয়ে চলছে সেই ব্যবসা। স্থানীদের একাংশ তো বটেই, বাইরে থেকেও লোকজনের আনাগোনা ছিল ওই এলাকায়। জাঁকা এলাকাই নয়, তার বাইরেও কয়েকটি এলাকায় জুয়ার আসরের পরিচালনা হত জাঁকার পরিত্যক্ত বাড়ি থেকেই।

শনিবার জাঁকা এলাকায় অভিযানে যায় বিশাল পুলিশবাহিনী। নেতৃত্বে ছিলে রাজ্য পুলিশের ডিজি। তল্লাশি অভিযানে গিয়ে পুলিশও স্তম্ভিত হয়ে যায়। গোটা একটি বাড়ি জুড়ে চালানো হচ্ছিল জুয়ার ব্যবসা। পুরো বাড়িকে ঘিরে ফেলে বাহিনী। তার পর সেখান থেকে ৮০ জনকে গ্রেফতার করা হয়। নগদ ২৯ লক্ষ টাকার পাশাপাশি বেশ কিছু সরঞ্জাম, নথি উদ্ধার হয়েছে।

Advertisement

শীর্ষ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, স্থানীয়দের কাছে ওই বাড়িটি ‘জুয়ার সাম্রাজ্য’ নামেই পরিচিত। স্থানীয়দের একাংশের অভিযোগ, এলাকায় জুয়ার আসর বসানোর প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি। অবশেষে গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে জাঁকায় অভিযান চালায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement