সরাসরি
IPL Auction 2025

অধিনায়ক চাই কেকেআরের, রাহুলকে চেয়েও পেল না কলকাতা, ১৪ কোটিতে দিল্লিতে লোকেশ

চলতি বছর আবার আইপিএলের বড় নিলাম। ১০টি দলের কর্তৃপক্ষও সেরা একাদশ তৈরির পরিকল্পনা সেরে ফেলেছেন। তাঁদের নজরে রয়েছেন বেশ কয়েক জন ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৫:১০
Share:

আইপিএল নিলামের মুহূর্ত। ছবি: এক্স।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৭:২৭ key status

এখনও অধিনায়ক খুঁজে পেল না কেকেআর

অধিনায়কের খোঁজ করছে কেকেআর। লোকেশ রাহুলের জন্য ঝাঁপিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত পারল না। ১৪ কোটি টাকায় রাহুলকে কিনে নিল দিল্লি ক্যাপিটালস। 

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৭:১৮ key status

৮ কোটি ৭৫ লক্ষ টাকায় লিয়াম লিভিংস্টোন বেঙ্গালুরুতে

গ্লেন ম্যাক্সওয়েলের পরিবর্ত কি পেয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? ৮ কোটি ৭৫ লক্ষ টাকায় লিয়াম লিভিংস্টোনকে কিনল তারা। 

Advertisement
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৭:১৩ key status

মহম্মদ সিরাজ ১২ কোটি ২৫ লক্ষ টাকায় গুজরাতে

এ বার সিরাজকে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু। তাঁকে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় কিনল গুজরাত টাইটান্স। 

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৭:১০ key status

যুজবেন্দ্র চহালের দাম উঠল ১৮ কোটি টাকা

ভারতের টি-টোয়েন্টি দলে তেমন সুযোগ না পেলেও আইপিএলে ভাল দাম উঠল চহালের। ১৮ কোটি টাকায় তাঁকে কিনল পঞ্জাব কিংস। 

Advertising
Advertising
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৬:৫৮ key status

ডেভিড মিলারকে কিনল লখনউ

গুজরাত টাইটান্সের প্রাক্তন ক্রিকেটার ডেভিড মিলারকে ৭ কোটি ৫০ লক্ষ টাকায় কিনল লখনউ সুপার জায়ান্টস। 

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৬:৫৪ key status

শামিকে চেয়েও পেল না কলকাতা

মহম্মদ শামির জন্য ঝাঁপিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শেষ পর্যন্ত পারল না তারা। ১০ কোটি টাকায় শামিকে কিনল সানরাইজার্স হায়দরাবাদ।

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৬:৪০ key status

শ্রেয়সের রেকর্ড ভেঙে দিলেন পন্থ

আইপিএলে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ। তাঁর দাম উঠল ২৭ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালস রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করেও পারল না। পন্থকে ছিনিয়ে নিলেন সঞ্জীব গোয়েন্‌কার লখনউ সুপার জায়ান্টস।

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৬:৩০ key status

১১ কোটি ৭৫ লক্ষ টাকায় দিল্লিতে মিচেল স্টার্ক

গত বার ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় স্টার্ককে কিনেছিল কেকেআর। এ বার তাঁর দাম কমে হল ১১ কোটি ৭৫ লক্ষ টাকা। অস্ট্রেলিয়ার পেসারকে কিনল দিল্লি ক্যাপিটালস।

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৬:২৪ key status

১৫ কোটি ৭৫ লক্ষ টাকায় গুজরাতে জস বাটলার

গত কয়েক বছর ধরে রাজস্থান রয়্যালসে ছিলেন বাটলার। এ বার তাঁকে ছেড়ে দিয়েছে রাজস্থান। নিলামে অনেক লড়াইয়ের পর ১৫ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনল গুজরাত টাইটান্স।

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৬:১৯ key status

আইপিএলের নিলামে রেকর্ড শ্রেয়স আয়ারের

মিচেল স্টার্ককে ছাপিয়ে গেলেন শ্রেয়স আয়ার। গত বার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়সকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনল পঞ্জাব কিংস।

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৬:০২ key status

১০ কোটি ৭৫ লক্ষ টাকায় গুজরাতে কাগিসো রাবাদা

দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার দাম উঠল ১০ কোটি ৭৫ লক্ষ টাকা। তাঁকে কিনল গুজরাত। শ্রেয়সের ক্ষেত্রে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করল না পঞ্জাব।

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৫:৫৯ key status

১৮ কোটিতে পঞ্জাবে আরশদীপ, ছয় দলের লড়াই শেষে বাজিমাত প্রীতির দলের

আরশদীপকে ধরে রাখেনি পঞ্জাব। নিলামে চেন্নাই, দিল্লি, রাজস্থান, বেঙ্গালুরু, গুজরাত ও হায়দরাবাদের মধ্যে লড়াই হয়। শেষ পর্যন্ত তাঁর দাম ওঠে ১৮ কোটি টাকা। রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে গত বারের ক্রিকেটারকে ধরে রাখে পঞ্জাব। 

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৫:৪৪ key status

রয়েছেন দশ দলের মালিক

দশ দলের মালিকেরা উপস্থিত রয়েছেন নিলামে। মুম্বইয়ে নীতা ও আকাশ অম্বানী, দিল্লিতে সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজস্থানে রাহুল দ্রাবিড়, কলকাতার টেবিলে বেঙ্কি মাইসোর, ডোয়েন ব্রাভোরা রয়েছেন। 

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৫:৪১ key status

উপস্থিত জয় শাহ, রজার বিন্নী

শুরু হল আইপিএলের নিলাম। উপস্থিত রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিন্নী ও সচিব জয় শাহ। রয়েছেন আইপিএলের গভর্নিং কাউন্সিলেন বাকি আধিকারিকেরা। 

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৪:৫৩ key status

১০ দলের কার পকেটে কত টাকা

এ বারের নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নামছে পঞ্জাব কিংস। প্রীতি জ়িন্টাদের পকেটে রয়েছে ১১০ কোটি ৫০ লক্ষ টাকা। বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পকেটে রয়েছে ৮৩ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালসের কাছে আছে ৭৩ কোটি টাকা। চার নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স। দু’দলের কাছেই রয়েছে ৬৯ কোটি টাকা। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের পকেটে রয়েছে ৫৫ কোটি টাকা। কলকাতা নাইট রাইডার্স নিলামে নামবে ৫১ কোটি টাকা নিয়ে। মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে রয়েছে ৪৫ কোটি টাকা। সবচেয়ে কম টাকা রয়েছে রাজস্থান রয়্যালসের কাছে। ৪১ কোটি টাকা নিয়ে নামবে তারা।  

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৪:৪৭ key status

শুরু হচ্ছে আইপিএলের নিলাম

আর কিছু ক্ষণ পরেই শুরু হচ্ছে আইপিএলের নিলাম। সৌদি আরবের জেড্ডায় হবে এ বারের নিলাম। রবিবার ও সোমবার, দু’দিন ধরে হবে নিলাম। কোন দল কাকে কেনে সে দিকেই নজর ক্রিকেটপ্রেমীদের। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement