আইপিএল নিলামের মুহূর্ত। ছবি: এক্স।
অধিনায়কের খোঁজ করছে কেকেআর। লোকেশ রাহুলের জন্য ঝাঁপিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত পারল না। ১৪ কোটি টাকায় রাহুলকে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।
গ্লেন ম্যাক্সওয়েলের পরিবর্ত কি পেয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? ৮ কোটি ৭৫ লক্ষ টাকায় লিয়াম লিভিংস্টোনকে কিনল তারা।
এ বার সিরাজকে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু। তাঁকে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় কিনল গুজরাত টাইটান্স।
ভারতের টি-টোয়েন্টি দলে তেমন সুযোগ না পেলেও আইপিএলে ভাল দাম উঠল চহালের। ১৮ কোটি টাকায় তাঁকে কিনল পঞ্জাব কিংস।
গুজরাত টাইটান্সের প্রাক্তন ক্রিকেটার ডেভিড মিলারকে ৭ কোটি ৫০ লক্ষ টাকায় কিনল লখনউ সুপার জায়ান্টস।
মহম্মদ শামির জন্য ঝাঁপিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শেষ পর্যন্ত পারল না তারা। ১০ কোটি টাকায় শামিকে কিনল সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএলে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ। তাঁর দাম উঠল ২৭ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালস রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করেও পারল না। পন্থকে ছিনিয়ে নিলেন সঞ্জীব গোয়েন্কার লখনউ সুপার জায়ান্টস।
গত বার ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় স্টার্ককে কিনেছিল কেকেআর। এ বার তাঁর দাম কমে হল ১১ কোটি ৭৫ লক্ষ টাকা। অস্ট্রেলিয়ার পেসারকে কিনল দিল্লি ক্যাপিটালস।
গত কয়েক বছর ধরে রাজস্থান রয়্যালসে ছিলেন বাটলার। এ বার তাঁকে ছেড়ে দিয়েছে রাজস্থান। নিলামে অনেক লড়াইয়ের পর ১৫ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনল গুজরাত টাইটান্স।
মিচেল স্টার্ককে ছাপিয়ে গেলেন শ্রেয়স আয়ার। গত বার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়সকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনল পঞ্জাব কিংস।
দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার দাম উঠল ১০ কোটি ৭৫ লক্ষ টাকা। তাঁকে কিনল গুজরাত। শ্রেয়সের ক্ষেত্রে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করল না পঞ্জাব।
আরশদীপকে ধরে রাখেনি পঞ্জাব। নিলামে চেন্নাই, দিল্লি, রাজস্থান, বেঙ্গালুরু, গুজরাত ও হায়দরাবাদের মধ্যে লড়াই হয়। শেষ পর্যন্ত তাঁর দাম ওঠে ১৮ কোটি টাকা। রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে গত বারের ক্রিকেটারকে ধরে রাখে পঞ্জাব।
দশ দলের মালিকেরা উপস্থিত রয়েছেন নিলামে। মুম্বইয়ে নীতা ও আকাশ অম্বানী, দিল্লিতে সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজস্থানে রাহুল দ্রাবিড়, কলকাতার টেবিলে বেঙ্কি মাইসোর, ডোয়েন ব্রাভোরা রয়েছেন।
শুরু হল আইপিএলের নিলাম। উপস্থিত রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিন্নী ও সচিব জয় শাহ। রয়েছেন আইপিএলের গভর্নিং কাউন্সিলেন বাকি আধিকারিকেরা।
এ বারের নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নামছে পঞ্জাব কিংস। প্রীতি জ়িন্টাদের পকেটে রয়েছে ১১০ কোটি ৫০ লক্ষ টাকা। বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পকেটে রয়েছে ৮৩ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালসের কাছে আছে ৭৩ কোটি টাকা। চার নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স। দু’দলের কাছেই রয়েছে ৬৯ কোটি টাকা। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের পকেটে রয়েছে ৫৫ কোটি টাকা। কলকাতা নাইট রাইডার্স নিলামে নামবে ৫১ কোটি টাকা নিয়ে। মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে রয়েছে ৪৫ কোটি টাকা। সবচেয়ে কম টাকা রয়েছে রাজস্থান রয়্যালসের কাছে। ৪১ কোটি টাকা নিয়ে নামবে তারা।