শেষ আপডেট:
২৪ নভেম্বর ২০২৪ ২৩:০৮
আইপিএলের প্রথম দিনের নিলাম শেষ
প্রথম দিন নিলামে উঠেছিলেন মোট ৮৪ জন ক্রিকেটার। তার মধ্যে বিক্রি হলেন ৭০ জন। ২৪ জন বিদেশি ক্রিকেটার বিক্রি হলেন প্রথম দিন।
শেষ আপডেট:
২৪ নভেম্বর ২০২৪ ২৩:০৪
মায়াঙ্ক মারকান্ডে কেকেআরে
৩০ লক্ষ টাকায় এই স্পিনারকে কিনে নিল কলকাতা।
শেষ আপডেট:
২৪ নভেম্বর ২০২৪ ২৩:০১
কলকাতার সুযশ এ বার বেঙ্গালুরুতে
২ কোটি ৬০ লক্ষ টাকায় সুযশ শর্মাকে কিনল বেঙ্গালুরু। এ বার আর কলকাতা ধরে রাখেনি এই স্পিনারকে।
শেষ আপডেট:
২৪ নভেম্বর ২০২৪ ২২:৫১
বৈভব অরোরাকে কিনল কেকেআর
গত বারের আরও এক ক্রিকেটারকে কিনল কলকাতা। বৈভবকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় কিনে নিল শাহরুখ খানের দল।
শেষ আপডেট:
২৪ নভেম্বর ২০২৪ ২২:২১
অনুজ রাওয়াত গুজরাতে
৩০ লক্ষ টাকায় অনুজকে কিনল গুজরাত।
শেষ আপডেট:
২৪ নভেম্বর ২০২৪ ২২:২০
রবিন মিঞ্জ মুম্বইয়ে
৬৫ লক্ষ টাকায় রবিনকে নিল মুম্বই।
শেষ আপডেট:
২৪ নভেম্বর ২০২৪ ২২:১৯
কুমার কুশাগ্র গুজরাতে
৬৫ লক্ষ টাকায় গুজরাত কিনল তরুণ উইকেটরক্ষককে।
শেষ আপডেট:
২৪ নভেম্বর ২০২৪ ২২:১৫
আশুতোষ শর্মা দিল্লি ক্যাপিটালসে
গত বার পঞ্জাবে খেলা আশুতোষকে ৩ কোটি ৮০ লক্ষ টাকায় কিনল দিল্লি।
শেষ আপডেট:
২৪ নভেম্বর ২০২৪ ২২:০৮
গুজরাত কিনল মহীপাল লোমরোরকে
১ কোটি ৭০ লক্ষ টাকায় গুজরাত কিনল লোমরোরকে।
শেষ আপডেট:
২৪ নভেম্বর ২০২৪ ২২:০৫
বিজয় শঙ্কর চেন্নাইয়ে
১ কোটি ২০ লক্ষ টাকায় বিজয় শঙ্করকে কিনল ধোনির দল।
শেষ আপডেট:
২৪ নভেম্বর ২০২৪ ২২:০৩
হরপ্রীত ব্রার পঞ্জাব কিংসে
১ কোটি ৫০ লক্ষ টাকায় বাঁহাতি স্পিনারকে নিল পঞ্জাব কিংস।
শেষ আপডেট:
২৪ নভেম্বর ২০২৪ ২২:০০
আব্দুল সামাদ লখনউয়ে
৪ কোটি ২০ লক্ষ টাকায় লখনউয়ে গেলেন আব্দুল সামাদ।
শেষ আপডেট:
২৪ নভেম্বর ২০২৪ ২১:৫৫
৫ কোটি ২৫ লক্ষ টাকায় নমন ধীর মুম্বইয়ে
রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ৫ কোটি ২৫ লক্ষ টাকায় নমন ধীরকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
শেষ আপডেট:
২৪ নভেম্বর ২০২৪ ২১:৪৭
সমীর রিজ়ভি দিল্লিতে
৯৫ লক্ষ টাকায় দিল্লিতে তরুণ অলরাউন্ডার।
শেষ আপডেট:
২৪ নভেম্বর ২০২৪ ২১:৪৫
গুজরাত কিনল নিশান্ত সিন্ধুকে
৩০ লক্ষ টাকায় গুজরাতে নিশান্ত।
শেষ আপডেট:
২৪ নভেম্বর ২০২৪ ২১:৪৩
অভিনব মনোহরকে কিনল হায়দরাবাদ
৩ কোটি ২০ লক্ষ টাকায় ভারতীয় ব্যাটারকে কিনল সানরাইজার্স হায়দরাবাদ।
শেষ আপডেট:
২৪ নভেম্বর ২০২৪ ২১:৩৭
করুণ নায়ার দিল্লিতে
৫০ লক্ষ টাকায় ভারতীয় ব্যাটারকে কিনল দিল্লি।
শেষ আপডেট:
২৪ নভেম্বর ২০২৪ ২১:৩৬
গত বারের আরও এক ক্রিকেটার কেকেআরে
গত বার কলকাতায় খেলা অঙ্গকৃশ রঘুবংশী আবার কেকেআরে। ৩ কোটি টাকায় তাঁকে কিনল কলকাতা।
শেষ আপডেট:
২৪ নভেম্বর ২০২৪ ২১:৩২
নেহাল ওয়াধেরা পঞ্জাবে
৪ কোটি ২০ লক্ষ টাকায় ভারতীয় ব্যাটারকে নিল পঞ্জাব।
শেষ আপডেট:
২৪ নভেম্বর ২০২৪ ২১:২৬
অথর্ব তাইরে হায়দরাবাদে
৩০ লক্ষ টাকায় ভারতীয় ক্রিকেটারকে কিনল তারা।