খড়গপুরে রোড শো অমিত শাহের। —নিজস্ব চিত্র
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরে সুর মিলিয়ে এ বার রাজ্যে ‘আসল পরিবর্তন’-এর ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার খড়্গপুর সদর কেন্দ্রে দলীয় প্রার্থী হিরণের সমর্থনে একটি রোড শো করেন তিনি। এ রাজ্যে দু’শোর বেশি আসন পাওয়ার দাবিও করেছেন তিনি।
রবিবার খড়্গপুরে কর্মী-সমর্থকদের উপস্থিতি দেখে অমিত দাবি করেন, ‘‘রাজ্যে পরিবর্তনের আবহ তৈরি হয়েছে।’’ আরও একধাপ এগিয়ে তিনি বলেন, ‘‘এই ভিড় পরিবর্তনের পরিচয়। বাংলায় দু’শোর বেশি আসন পাব।’’
নন্দীগ্রাম-কাণ্ডের পর কমিশন রবিবারই পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশকে সরিয়েছে। তাঁর জায়গায় আনা হয়েছে ২০০৯ ব্যাচের আইপিএস সুনীলকুমার যাদবকে। সরানো হয়েছে জেলাশাসক বিভু গোয়েলকেও। মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা বিবেক সহায়কেও সরিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা অধিকর্তার পদ থেকে। এ নিয়ে অমিত বলেন ‘‘নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা। তারা কী সিদ্ধান্ত নিয়েছে সেটা তাদের নিজস্ব ব্যাপার। এতে আমাদের কিছু বলার নেই।’’ এর পরই তৃণমূলকে বিঁধে তাঁর কটাক্ষ, ‘‘মানুষের উপর বিশ্বাস থাকলে আধিকারিক বদল নিয়ে এত ভয় কেন?’’
রবিবার বিকেলে কলাইকুণ্ডায় নামেন অমিত। সেখান থেকে সন্ধ্যায় সড়কপথে পৌঁছন খড়্গপুরে। রেল শহরের মালঞ্চ অতুলমণি উচ্চ বিদ্যালয়ের কিছুটা আগে থেকে শুরু হয় রোড শো। প্রায় ন’শো মিটার দূরে একটি পেট্রোল পাম্প পর্যন্ত চলে ওই রোড শো। অমিতের সঙ্গে গাড়িতে ছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যে বিজেপি-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, খড়্গপুর সদরের প্রার্থী হিরণ। কর্মসূচি ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল নজরকাড়া। রোড শে থেকে হিরণকে জয়ী করানোর আহ্বান জানিয়েছেন অমিত।
দিল্লিতে চলা কৃষক আন্দোলনের নেতারা এ রাজ্যে এসেও বিজেপি-র বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন। তা কতটা ‘কার্যকর’ হবে? অমিতের দাবি, ‘‘এ রাজ্যে দিল্লির কৃষি আন্দোলনের কোনও প্রভাব পড়বে না।’’