tmc worker

Bengal Polls: ভোটের আগে উত্তপ্ত হরিহরপাড়া, বোমার আঘাতে মৃত্যু তৃণমূলকর্মীর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকা দখল ঘিরে সেখানে বেশ কিছুদিন থেকেই গণ্ডগোল চলছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হরিহরপাড়া শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ১১:৫৭
Share:

ময়নাতদন্তের জন্য মৃতকে নিয়ে যাওয়া হয়েছে এই হাসপাতালে। নিজস্ব চিত্র।

ভোটের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ জেলা। বোমার আঘাতে মঙ্গলবার রাতে মৃত্যু হল এক তৃণমূলকর্মীর। মৃতের নাম বাদল ঘোষ (৪০)। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার পাড়াগ্রামে ঘটেছে এই ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকা দখল ঘিরে সেখানে বেশ কিছুদিন থেকেই গণ্ডগোল চলছিল। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ ফের উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, সেই সময় শুরু হয় বোমাবাজি। বোমার আঘাতে মৃত্যু হয় বাদল ঘোষ নামে তৃণমূলের ওই কর্মীর।

জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বাদলকে কুপিয়ে এবং বোমা মেরে খুন করেছে। যদিও জেলা কংগ্রেস নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, কংগ্রেস এই খুনের সঙ্গে জড়িয়ে নেই। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই খুন হয়েছে। এলাকায় বিরাট পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দেহ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement