West Bengal Assembly Election 2021

Bengal Polls: মানুষের স্বার্থে মমতাকে ফের ক্ষমতায় আনতে হবে, বর্ধমানে জনসভায় আবেদন সাংসদ দেবের

নির্বাচনের অনেক আগে থেকেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর পাওয়া গিয়েছে বর্ধমানে। সেখানে সংগঠনকে মজবুত করতে বেশি নজর দিয়েছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ২১:০৬
Share:

জনসভায় দেব। নিজস্ব চিত্র।

বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর পাওয়া গিয়েছে বর্ধমানে। সেখানে সংগঠনকে মজবুত করতে বেশি নজর দিয়েছে তৃণমূল। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পরে শনিবার বর্ধমানে সভা করলেন তৃণমূল সাংসদ দেব। দলীয় প্রার্থীকে জিতিয়ে মমতার হাত শক্ত করার আবেদন করেন তিনি।

Advertisement

শনিবার বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী খোকন দাসের সমর্থনে নীলপুরে সভা করেন দেব। তিনি বলেন, ‘‘তাঁকেই ভোট দেবেন যে আপনার পাশে ছিল। যে আপনার পাশে থাকবে। ভোটের আগে অনেক নেতা মন্ত্রী উড়ে আসছেন। তারা সোনার বাংলা গড়ার কথা বলছেন। কিন্তু সোনার গুজরাট গড়েছেন কি? পেট্রোল ডিজেল গ্যাসের দাম কি কমেছে?’’

Advertisement

দেব আরও বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ১০ বছরের শাসনে কন্যাশ্রী দিয়েছেন, রূপশ্রী দিয়েছেন, পড়ুয়াদের ট্যাব দিয়েছেন, বিনা পয়সায় রেশন দিয়েছেন। করোনা কালে গোটা রাজ্যের মানুষের পাশে ছুটে গিয়েছেন। এ রাজ্যে মেয়েরা সবচেয়ে সুরক্ষিত। তাই এ রাজ্যে গণতন্ত্র রক্ষার খেলা হবে। বাংলার মানুষের স্বার্থে মমতা সরকারকে আবার নিয়ে আসতে হবে। যারা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করেন তারা জিতলে মানবতা হারবে। মমতার সরকার প্রতিষ্ঠিত হলে মানবতার জয় হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement