BJP

Bengal Polls: পিয়ারাপুরে তৃণমূল নেতাকে মার, ভর্তি শ্রীরামপুর হাসপাতালে, অভিযোগ অস্বীকার বিজেপি-র

হুগলি জেলার পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দীপেন মণ্ডলকে মারধরের অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীরামপুর শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ১২:০৪
Share:

আহত তৃণমূল নেতা ভর্তি হাসপাতালে। নিজস্ব চিত্র।

হুগলি জেলার পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দীপেন মণ্ডলকে মারধরের অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। আহত তৃণমূল নেতাকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

Advertisement

বৃহস্পতিবার রাতে নববর্ষের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন দীপেন। পিয়ারাপুরের কাছে আচমকাই তাঁকে কয়েকজন ঘিরে ধরে। তার পর ব্যাপক মারধর করে বলে অভিযোগ। দীপেনের চিৎকারে এলাকার লোক জড়ো হতেই দুষ্কৃতীরা চম্পট দেয়। স্থানীয়রা আহত ওই তৃণমূল নেতাকে ওয়ালশ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। শুক্রবার সকালে হাসপাতালে তাঁকে দেখতে যান চাঁপদানির তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁই। তাঁর অভিযোগ, ‘‘বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। ভোটের সময় দলের হয়ে খুব খেটেছেন দীপেন। তাই তাঁকে মারার পরিকল্পনা করেছিল বিজেপি।’’
যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি-র শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বসু। তাঁর দাবি, ‘‘মিথ্যা অভিযোগ করছে তৃণমূল। এই মারধরের পিছনে মহিলা ঘটিত কারণ রয়েছে বলে শুনেছি। এলাকার লোকেরাই তাঁকে ঘিরে ধরেছিল। খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব সেখানে হাজির হয়। বিজেপি-র লোকেরা পুলিশকে খবর দেয়। আমাদের কোনও কর্মী তাঁকে মারধর করেনি।’’ ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement