West Bengal Assembly Election 2021

Bengal Polls: সোনারপুরে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, বিক্ষোভ বিজেপি-র

অভিযোগ মানতে নারাজ তৃণমূল। তাদের পাল্টা অভিযোগ, এলাকায় উত্তেজনা ছড়িয়ে ভোট করাতে চাইছে বিজেপি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ২১:২৭
Share:

নিজস্ব চিত্র।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল। প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Advertisement

সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের খেয়াদহ-২ এলাকার কাঠিপোতা স্কুলের ২৫ ও ২৬ নম্বর বুথের সামনে উত্তেজনা ছড়ায়। তৃণমূল প্রার্থী ফিরদৌসি বেগমের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলা হয়। তিনি ঘটনাস্থলে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। পরে কেন্দ্রীয় বাহিনী এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

এ ছা়ড়া সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের রানা ভুতিয়া প্রাইমারি স্কুলে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে বিজেপি প্রার্থী রঞ্জন বৈদ্য নিজেই এক ব্যক্তিকে ধরে তুলে দেন বুথের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে। অন্য দিকে এই বিধানসভা কেন্দ্রেরই খেয়াদহ চামুরাট গ্রামের বাসিন্দাদের হুমকি দেওয়ার অভিযোগ শুনে গ্রামে ছুটে যান রঞ্জন। পুলিশে অভিযোগ করেন তিনি। পুলিশের উপস্থিতিতে ভোটারদের গাড়িতে করে নিয়ে ভোট কেন্দ্রে পাঠানো হয়।

Advertisement

যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল। তাদের পাল্টা অভিযোগ, এলাকায় উত্তেজনা ছড়িয়ে ভোট করাতে চাইছে বিজেপি। ফিরদৌসিও পাল্টা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement