নিজস্ব চিত্র
উন্নয়নের প্রশ্নে বহরমপুর থেকে কংগ্রেস, বিজেপি এবং সিপিএমকে একসূত্রে বিঁধলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। শুক্রবার মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী প্রচার করতে প্রচারে এসেছিলেন তিনি।
তারাকপুর মাঠে শুক্রবার সভা করেন নুসরত। সেখানে তিনি বলেন, ‘‘আগে যারা নির্বাচনে জয়ী হয়েছে, তাদের কাছে কাজের হিসাব নিন। হিসাব না দিতে পারলে ভোট দেবেন না। বাংলায় উন্নয়ন করেছেন দিদি। কংগ্রেস ও বিজেপি সরকার কী করেছে। নিজেকে প্রশ্ন করলেই জবাব পেয়ে যাবেন। আমরা চাই উন্নয়নের সরকার। ৩৪ বছর ধরে সিপিএমের হার্মাদ বাহিনী বাংলাকে বরবাদ করেছে। সেই পরিস্থিতি থেকে বার করে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’
কেন্দ্রীয় সরকারকেও আক্রমণ করেন নুসরত। বিজেপি-র বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগও তোলেন। নারী নিরাপত্তার প্রশ্ন তুলে বলেন, ‘‘বিজেপি সরকার মহিলাদের অসম্মান করে। ওদের আমলেই হেঁসেলে আগুন লেগেছে। পেট্রলের দাম বাড়ছে। বাংলার মানুষের রায়ে ২ তারিখ স্পষ্ট হবে যে, এখানে বহিরাগতদের কোনও স্থান নেই।’’ দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপি-র সভাপতি গৌরীশঙ্কর ঘোষ বলেন, ‘‘তৃণমূলের সাংসদ নুসরত জাহান বহিরাগত। মুর্শিদাবাদ জেলার মানুষ তাঁকে গ্রহণ করেননি। তিনি প্রচার করলেও মানুষের কাছে পৌঁছতে পারবেন না।’’