উত্তর ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। —ফাইল চিত্র।
পশ্চিমি ঝঞ্ঝার কারণে রাজ্যে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। নতুন করে ১০ জানুয়ারি একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে উত্তর এবং দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকছে। তবে দু’দিন পর থেকে তাপমাত্রা আবার নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবারের চেয়ে সোমবার কলকাতার তাপমাত্রা কিছুটা কমেছে। তবে এখনও তা স্বাভাবিকের চেয়ে বেশি। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.২ ডিগ্রির বেশি হয়নি। তবে সর্বনিম্ন তাপমাত্রা উঠে গিয়েছিল ১৬ ডিগ্রিতে। সোমবার আবার তা দু’ডিগ্রি কমেছে।
আগামী দু’দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে। তার পর আবার দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে। যদিও, নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হলে শীত কমে যাবে আবার। ফলে এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।
উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত কয়েক দিন ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনায় ঘন কুয়াশার কারণে সকালের দিকে দৃশ্যমানতা কমতে পারে ১৯৯ থেকে ৫০ মিটার পর্যন্ত। এই জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আপাতত দক্ষিণের সব জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে।
যদিও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দৃশ্যমানতা কমতে পারে ৫০ মিটার পর্যন্ত।