CPIM

Bengal Election: কোনও ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়, লড়াই নীতি আদর্শের, চাঁপদানিতে বললেন মীনাক্ষী

মীনাক্ষী বললেন, ‘‘লড়াইয়ে পশ্চিমবঙ্গের ছাত্র-যুবরা নেমে পড়েছেন। কে কত বড় বাপের ব্যাটা, একবার মাঠে নেমে দেখুন। আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২১ ১৯:০২
Share:

সভায় বক্তৃতা করছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র।

নন্দীগ্রামে প্রার্থী ছিলেন। নিজের কেন্দ্রে ভোট শেষ হয়েছে। তবু সারাদিন প্রচারে ব্যস্ত মীনাক্ষী মুখোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি চাঁপদানি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থীর সমর্থনে শেওড়াফুলি বিবেকানন্দ স্পোর্টিংয়ের মাঠে সভা করেন। সেখান থেকে বিজেপি-কে আক্রমণ করে তিনি বলেন, ‘‘আমাদের লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়। কোন মুখের বিরুদ্ধেও নয়। নীতির বিরুদ্ধে, আদর্শের বিরুদ্ধে। যাঁরা রাজ্যটাকে জাহান্নামে দোরগোড়ায় পৌঁছে দিতে চাইছেন, তাঁদের বিরুদ্ধে আমাদের লড়াই।’’

চাঁপদানি বিধানসভা থেকে সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করছেন আব্দুল মান্নান। তার হয়ে প্রচারে এসে বেকারত্ব থেকে মূল্যবৃদ্ধি একে একে অনেক ইস্যুই তুলে আনলেন মীনাক্ষী। বললেন, ‘‘লড়াইয়ে পশ্চিমবঙ্গের ছাত্র-যুবরা নেমে পড়েছেন। কে কত বড় বাপের ব্যাটা, একবার মাঠে নেমে দেখুন। আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সরাসরি আক্রমণ করেন মীনাক্ষী। বলেন, ‘‘একদিকে যখন পেট্রোল, ডিজেলের দাম হু-হু করে বৃদ্ধি পাচ্ছে, তখনই চারিদিকে তাঁর হাত জোড় করা ছবি দেখা যাচ্ছে। যুবকদের হাতে কাজ নেই। কেন্দ্র সরকার একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করতে শুরু করেছে। বাজপেয়ী বলতেন, রাষ্ট্রীয় সংস্থা চালানো সরকারের কাজ নয়। আর দু’কদম এগিয়ে মোদি বলছেন, যে রাষ্ট্রীয় সংস্থা জন্মেছে, তাকে একদিন মরতেই হবে। কেউ ছেলেবেলায় যাবে, কেউ যুব বেলায় যাবে।’’ বেসরকারিকরণ নিয়ে তোপ দেগে মীনাক্ষীর প্রশ্ন, ‘‘সরকারি প্রতিষ্ঠান তুমি চালাবে না, তা হলে সরকারকে আছ কেন?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement