West Bengal Assembly Election 2021

Bengal Polls: প্রচারে তোপ: ভারতের জঘন্য পার্টি বিজেপি, দেশটাকে শেষ করে দিল, বীজপুরে বললেন মমতা

আগামী ১৭ এবং ২২ এপ্রিল ভোট উত্তর ২৪ পরগণায়। নৈহাটিতে ষষ্ঠ দফায় ভোট। শনিবার এখানে দিনের তৃতীয় জনসভা করলেন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ১৪:০০
Share:

নৈহাটিতে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।

উত্তর ২৪ পরগণায় ভোট শুরু হচ্ছে ১৭ এপ্রিল। দু’দফায় ৩৩টি আসনে ভোট হবে ১৭ এবং ২২ এপ্রিল। প্রথম দফায় ১৬টি আসনে, দ্বিতীয় দফায় ১৭টি আসনে ভোট হবে। তার আগে শনিবার জেলায় জনসভা ও প্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

শনিবার উত্তর ২৪ পরগণার তিনটি বিধানসভা কেন্দ্রে পর পর সভা করেন মমতা। প্রথমে হিঙ্গলগঞ্জ তারপর বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জনসভা করে নৈহাটিতে আসেন মমতা।

আগের দুই জনসভায় ‘উদ্বাস্তু’দের নাগরিকত্ব দেওয়ার কথা বলেছেন মমতা। তিনি বলেন, ‘‘সবাইকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। সবাই নিজের জমির দলিলও পাবেন।’’ পাশাপাশি, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আক্রমণ করেন মমতা। বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত অবিলম্বে পদত্যাগ করা। কারণ উনিই চক্রান্তকারী।

Advertisement

নৈহাটির বীজপুরের হালিশহরে মমতা যা বললেন—

২.২৭ এখানে একজন মাস্তান নেতা আছেন। সে বাইরে থেকে বোমা গুলি নিয়ে আসছে। তাই সামলে থাকুন। এখানে এমন স্কোয়াড তৈরি করতে হবে, যাতে ওদের রুখে দেওয়া যায় : মমতা

২.২৫: শায়রি বললেন মমতা। ‘‘রশনি চাঁদসে হোতি হ্যায় সিতারো সে নেহি, মহব্বত এক সে হোতা হ্যায় হাজারো সে নেহি। তাই মহব্বত তৃণমূলের প্রতি হোক। কারণ তৃণমূলই বাঁচাবে। বাকিরা বাংলা ছেড়ে চলে যাবে’’

২.২৩ : কাউন্সিলর হওয়ার যোগ্য ছিল না এখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। অমিত শাহ এক কাউন্সিলরের হয়ে ভোট চাইতে গিয়েছিলেন। ওঁকে আমার চ্যালেঞ্জ। আসুন না কলকাতার কোথায় লড়বেন কাউন্সিলর হিসেবে। আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি : মমতা

২.২১: ভোটার লিস্টে নামটা রাখার ব্যবস্থা করুন। বাকি আমি সামলে নেব। আমি এনপিআর, এনআরসি করতে দেব না : মমতা

২.২০: আগামী দিনে খেলার জন্য প্রস্তুত হোন। একটা করে খেলবেন, মানে ভোট দেবেন আর বিজেপিকে আউট করে দেবেন : মমতা

২.১৯: ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প করেছে আমাদের সরকার। এই প্রকল্পে ছাত্র-ছাত্রী ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড দেবে আমাদের সরকার। পড়়াশোনার ক্ষেত্রে আর টাকার ভাবনা ভাবতে হবে না। আমি গ্যারান্টার থাকব ওই টাকার : মমতা

২.১৮: মা বোনেরা সব সময় ত্যাগই করে যান। নিজের দিকে কি তাকান? নিজেদের ভাল থাকার কথা ভাবেন? তাই আমার সরকার তাঁদের কথা ভেবেছে। এটা সামাজিক সুরক্ষা। মেয়েদের জন্য বছরে ৬০০০ টাকা হাত খরচা দেব আমরা। কেউ কেউ ১২ হাজার টাকাও পাবে : মমতা

২.১৬: বাংলায় তৃণমূল আছে বলে জুটমিল গুলো এখনও বেঁচে আছে। ওরা ডানলপ বন্ধ করে রেখেছে : মমতা

২.১৫: ওরা এখানে কী পরিবর্তন করবে? আমি বলি, আগে তোরা নিজেদের পরিবর্তন কর। বীজপুরে বললেন মমতা।

২.১৪: মোদীরা আমফানের সময় কোথায় ছিলেন, করোনার সময় কোথায় ছিলেন এখন ভোটের সময় দিল্লি থেকে ডেইলি প্যাসেঞ্জারি করছেন: মমতা

২.১২: মোদী আমাকে ভ্যাঙাচ্ছেন। দিদিই দিদিই বলে। আমি ওকে বলি মিথ্যেবাদী মিথ্যেবাদী। সবচেয়ে শয়তান কারা জানেন? বাইরে ভালো সাজা এই মিথ্যেবাদীরা : মমতা

২.১১: পার্থ একটু মিষ্টি। সুবোধ দুষ্টু মিষ্টি। দুষ্টু মিষ্টি ছেলেরও প্রয়োজন হয়েছে। তারা আপনার ঘরে আগুন লাগলে সবার আগে এগিয়ে যাবে। নিজের পরোয়া না করে। সুবোধকে তাই প্রয়োজন আছে। আপনার বাড়ি লুঠ হওয়া আটকানোর জন্য প্রয়োজন আছে। আর পার্থকেও দরকার। বঙ্কিমচন্দ্রের জায়গা। পার্থ মতো ভাল প্রার্থী আপনারা পাবেন না : মমতা

২.১০: পাশেই দক্ষিণেশ্বর। স্কাই ওয়াক করে দিয়েছি : মমতা

২.০৯ হালিশহরে কোটি কোটি টাকার কাজ হচ্ছে। নৈহাটিতে বঙ্কিমচন্দ্রের নামে পার্ক হচ্ছে : মমতা

২.০৮: ভারতের গর্ব ছিল ভারতীয় রেল। সেই রেলের ৭৫ শতাংশ বেচে দিচ্ছে বিজেপি, প্রচুর লোক চাকরি হারাবে: মমতা

২.০৭: বিজেপি-র আচ্ছে দিন হাজার টাকায় গ্যাস নিন, রেল বিক্রি করে দিন, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিন : মমতা

২.০২: বিজেপিকে দেশের বাইরে বের করে দেওয়া উচিত। এমন একটা দল, যারা দেশটাকে শেষ করে দিয়েছে। ওরা ভারতের জঘন্য পার্টি : মমতা

২.০১: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর ঘটনাকে ক্লিনচিট দিয়ে গেলন মোদী। বললেন, গ্রামবাসীরাই আক্রমণ করতে এসেছিল। একজন প্রধানমন্ত্রী হয়ে মোদী বললেন গুলি চালিয়ে ঠিক করছে। কী করে বললেন উনি। আসলে বিজেপি এটাই করে। নিজেরা দোষ করে। তারপর তার দায় অন্যের উপর চাপিয়ে দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement