বিক্ষোভ স্থানীয়দের। নিজস্ব চিত্র।
রাজ্য জুড়ে তাদের আমলে হওয়া ‘উন্নয়ন’-এর প্রচার করছে রাজ্যের শাসক দল। কিন্তু এর মধ্যেই অস্বস্তির চিত্র উত্তর ২৪ পরগনার বারাসতে। উন্নয়ন হয়নি। রাস্তা, পানীয় জলের ব্যবস্থা নেই। বহু বার জানিয়েও লাভ হয়নি। তাই ভোট বয়কটের ডাক দিয়ে বিক্ষোভে সামিল হলেন বারাসত পুরসভার ছাত্র সংঘ গলির বাসিন্দারা। ভোটের আগে এই বিক্ষোভে অস্বস্তি বাড়িয়েছে শাসক দলের।
বারাসতের ওই বাসিন্দাদের দাবি, দীর্ঘ দিন ধরে তাঁরা রাস্তাঘাট, পানীয় জল এবং নিকাশি ব্যবস্থার জন্য দরবার করেছেন। প্রায় ৩০০-র বেশি মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। কিন্তু কোনও কাজ হয়নি বলে অভিযোগ তাঁদের। তাই বাধ্য হয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন বলে জানিয়েছেন তাঁরা। মঙ্গলবার সকালে প্ল্যাকার্ড হাতে ওই এলাকার মহিলা, শিশু, বৃদ্ধ সকলে বিক্ষোভে সামিল হয়েছিলেন।
এ বিষয়ে বারাসত পুরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায় বলেছেন, ‘‘রাস্তা-সহ অন্যান্য বিষয়ের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। কিন্তু কী কারণে সেই কাজ হয়নি, তা খোঁজ নিয়ে দেখছি।’’ এই ধরনের বিক্ষোভ আসন্ন নির্বাচনে শাসক দলের ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার।