জিতেন্দ্র তিওয়ারি।— ফাইল চিত্র
ভোটে জিতলে নিজের নির্বাচনী এলাকার বয়স্কদের বিনামূল্যে নিয়ে যাবেন অযোধ্যায়। এমন প্রতিশ্রুতি দিয়ে এ বার নির্বাচন কমিশনের কোপে পড়লেন পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র (জিতেন) তিওয়ারি। এর পরই জিতেনের ওই মন্তব্যে আদর্শ আচরণ বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। তার প্রেক্ষিতেই বুধবার বিজেপি প্রার্থীকে শোকজ করেছে কমিশন।
তৃণমূল ছেড়ে আসা জিতেনকে পাণ্ডবেশ্বর থেকে প্রার্থী করেছে বিজেপি। পাণ্ডবেশ্বরে দলীয় প্রচারে বেরিয়ে সেই জিতেনই ঘোষণা করে বসেন, ‘‘নির্বাচনে জয়ী হওয়ার পর, পাণ্ডবেশ্বরের সমস্ত মানুষ, বয়স্করা যাঁরা আছেন, যাঁরা অযোধ্যা যেতে চাইবেন, দলের তরফ থেকে আমরা সকলে অযোধ্যা নিয়ে যাব।’’ জিতেনের ওই বক্তব্য সংবাদমাধ্যম তো বটেই নেটমাধ্যমেও ছড়িয়ে পড়ে। এর পরই তা নিয়ে বিতর্ক শুরু হয়।
জিতেনের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি ভেঙে, ধর্মীয় তাস খেলার অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। জিতেনের ওই বক্তব্যের ভিডিয়ো রেকর্ডিং-সহ অভিযোগ কমিশনের কাছে জমা দেয় জোড়াফুল শিবির। তার প্রেক্ষিতেই জিতেনকে শোকজ করা হয়েছে। নির্বাচনের আদর্শ আচরণবিধি অনুযায়ী, ভোটদাতাদের ধর্ম সংক্রান্ত বিষয়ে কিছু বলা যায় না। কিন্তু পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী তা নিয়েই প্রতিশ্রুতি দেওয়াতেই বিতর্ক দানা বেঁধেছে।