নির্বাচন কমিশনের সিইও-র দফতরের সামনে বিক্ষোভ ঘরছাড়া দের নিয়ে। নিজস্ব চিত্র।
বিধানসভা ভোট শুরুর আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের সামনে বিক্ষোভ দেখালেন হাওড়ার বাগনান এলাকার ঘরছাড়া এক দল মানুষ। হাটুরিয়া-২ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পরিবারের ১৪১ জন (মহিলা ও শিশুও আছেন) ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের পর থেকে ঘর-বাড়ি ছেড়ে নানা জায়গায় বাস করতে বাধ্য হচ্ছেন। তাঁদের অভিযোগের তির শাসক দল তৃণমূলের বাহিনীর দিকে। দু’বছর আগে লোকসভা নির্বাচনে তাঁরা ভোট দিতে পারেননি। এ বার ঘরে ফেরার ব্যবস্থা করে ভোটদানের অধিকার নিশ্চিত করার দাবি তুলেছেন ঘরছাড়ারা। সিইও দফতরের সামনে বুধবার বিক্ষোভ হয় ‘সেভ ডেমোক্র্যাসি’র নেতৃত্বে। পরে অতিরিক্ত সিইও বিজিত ধরের সঙ্গে দেখা করে দাবি জানান ওই মঞ্চের প্রতিনিধিরা। ‘সেভ ডেমোক্র্যাসি’র সম্পাদক চঞ্চল চক্রবর্তীর দাবি, ‘‘সিইও আশ্বাস দিয়েছেন, ঘরছাড়া মানুষদের ঘরে ফেরাতে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়ার, তা নির্বাচন কমিশন নেবে।’’