মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিম মেদিনীপুরে যে যে সমস্যার সমাধান হয়েছে আর যা হয়নি, ভোট প্রচারের মঞ্চে তা নিয়ে খোলাখুলি আলোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দাসপুর, ডেবরা এবং চন্দ্রকোনায় নির্বাচনী প্রচার করেন মমতা। সেখানেই উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গও। দীর্ঘদিন ধরে শুধু প্রতিশ্রুতির পর্যায়ে আটকে থাকা এই প্রকল্প কার্যকর না হওয়ার জন্য কেন্দ্রকে দায়ী করেন মমতা। এর পাশাপাশি ভোটের হিংসা ছড়ানোর জন্য বহিরাগত গুন্ডাদের রাজ্যে ঢোকানোর ব্যাপারে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তৃণমূলনেত্রী।
মমতার অভিযোগ, গত পাঁচ বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা করেছে তাঁর সরকার। কিন্তু কেন্দ্র প্রকল্প রূপায়ণের ছাড়পত্র না দেওয়ায় তা চালু করা যাচ্ছে না। কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘বন্যায় আমার ঘর ভাসবে আর বিজেপি টাকা নিয়ে নাচবে!’’ ভোটের আগে বিজেপি উত্তরপ্রদেশ থেকে বহিরাগত গুন্ডাদের মেদিনীপুরে ঢোকাচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলেন, ‘‘আমাদের সাথে দু- একটা কাল কেউটে ছিল। ভেবেছিলাম ভালো, কিন্তু পরে দেখালাম ওরা হাজার হাজার কোটি কোটি টাকার রক্ষক, তক্ষক, ভক্ষক। মানুষের ক্ষতি করেছে। তাই ওদের তাড়িয়ে দিয়েছি। গেছে, বাঁচা গেছে। রোজ মিথ্যে কথা বলে।’’
এদিন পশ্চিম মেদিনীপুরের জনসভায় বেশ কিছু প্রতিশ্রুতিও দেন মমতা। বলেন, ‘‘মাটির রাস্তাগুলো আগামী দিনে পাকা হয়ে যাবে। মাতৃ বন্দনা প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর অধীনে নিয়ে আসব। বছরে আরো ৫ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান হবে।’’