TMC

Bengal Election: তৃণমূল ও সংযুক্ত মোর্চার সংঘর্ষে উত্তপ্ত বারুইপুর, ১ তৃণমূলকর্মী নিহত, আহত অন্তত ১০

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনায় দু’টি সভা রয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই জেলাতেই সংঘর্ষের খবরে এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বারুইপুর শেষ আপডেট: ২৫ মার্চ ২০২১ ১০:৫২
Share:

সংঘর্ষের খবর আসায় এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। নিজস্ব চিত্র

ভোটের মুখে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বারুইপুর। বুধবার রাতে সংযুক্ত মোর্চা এবং তৃণমূল সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের অভিযোগ উঠেছে। দু’পক্ষই তাদের কর্মীদের উপর হামলার অভিযোগ করেছে। ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে দাবি। এক তৃণমূলকর্মীর মৃত্যুরও খবর পাওয়া গিয়েছে। পাল্টা সংযুক্ত মোর্চার তরফে দাবি করা হয়েছে, তাদের ৩ কর্মী নিখোঁজ। বেশ কয়েকজন গুরুতর আহত।

Advertisement

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনায় দু’টি সভা রয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে সেই জেলাতেই সংঘর্ষের খবর আসায় এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। তৃণমূলের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর অভিযোগ, ‘‘বুধবার রাতে আইএসএফ, সিপিএম ও কংগ্রেস গোপনে বৈঠক করছিল স্থানীয় বেলেগাছি এলাকায়। সেই সময় তৃণমূলের কয়েকজন কর্মী সেই জায়গা থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় তৃণমূল কর্মীদের উপর সংযুক্ত মোর্চার সমর্থকরা অতর্কিতে হামলা চালায়। হামলায় আমাদের ৫ জন গুরুতর আহত হন। রুহুল আমিন মিদ্দে নামে এক তৃণমূল কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।’’

যদিও তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন বারুইপুর পূর্ব কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী স্বপন নস্কর। তাঁর অভিযোগ, ‘‘বেলেগাছিতে সংযুক্ত মোর্চার এক কর্মীর বাড়িতে বৈঠক চলছিল। তৃণমূলের দুষ্কৃতীরা সেখানে হামলা চালায়। হামলার ঘটনায় ৫ জন সংযুক্ত মোর্চার কর্মী আহত হন। যার মধ্যে ৩ জন নিখোঁজ। হামলার পরে তৃণমূলকর্মীরা পালাতে গেলে অন্ধকারে পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হন।’’

Advertisement

ঘটনার পরেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনা ছড়িয়ে পড়ে দু’দলের সমর্থকদের মধ্যেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বারুইপুর থানা থেকে হাজির হল বিশাল পুলিশ বাহিনী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement