রায়গঞ্জে সাংবাদিক বৈঠকে দলত্য়াগী নেতারা। নিজস্ব চিত্র।
ভোটের মুখে দল ছাড়লেন বিজেপি ওবিসি মোর্চার উত্তর দিনাজপুর জেলা সহ-সভাপতি মদন বিশ্বাস। শনিবার তৃণমূলের যোগ দেন তিনি, মদনের সঙ্গেই হিন্দুস্থান পিপল্স পার্টির রাজ্য সম্পাদক হরিচরণ দাস তৃণমূল যোগ দেন। দুই দলত্যাগীর হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের রায়গঞ্জ ব্লক সভাপতি মানস ঘোষ।
বিজেপি রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী না করায় সম্প্রতি দলের রাজ্য নেতাদের নিশানা করেছিলেন মদন। দলের প্রতি বিদ্রোহ করে তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও রায়গঞ্জ নির্বাচন দপ্তর তার মনোনয়নপত্র বাতিল করে দেয়। এই পরিস্থিতিতে মদন শনিবার তৃণমূলে যোগ দিলেন। শনিবার মদন বলেন, ‘‘বিজেপি এখন বড়লোকের দলে পরিণত হয়েছে। টাকায় চলছে। তৃণমূল থেকে আসা দুর্নীতিগ্রস্থরা বিজেপি চালাচ্ছে। আমাদের মতো গরিব, নিষ্ঠাবান, সৎ কর্মীদের বিজেপি-তে ঠাঁই নেই।’’
তৃণমূলের জেলা নেতা অরিন্দম সরকার শনিবার বলেন, ‘‘দুই দলের বহু কর্মী-সমর্থককে নিয়ে দুই নেতা তৃণমূলে যোগ দিলেন। মদনবাবু এবং হরিচরণবাবু দলে আসায় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জয়ের ব্যবধান আরও বাড়বে।’’ হরিচরণ বলেন, ‘‘তৃণমূল সাধারণ মানুষের দল। সেই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করার সুযোগ পেয়ে আমি খুশি।’’