দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ সাহা। নিজস্ব চিত্র।
প্রচারে যাওয়ার সময় দুররাজপুরের বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তাঁর গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা করেছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে ‘সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ’ বলে দাবি করেছে শাসক দল।
দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ সাহা রবিবার সকালে বীরভূমের খয়রাশোলে প্রচারে যান। বিজেপি-র অভিযোগ, খয়রাশোল ব্লকের ভাদুলিয়া এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় প্রার্থীর উপর। ইট, পাথর ছোড়া হয়। ভাঙচুর করা হয় গাড়ি। কোনও রকমে অনুপ ও তাঁর সঙ্গে থাকা কর্মীরা সেখান থেকে পালিয়ে যান বলে জানিয়েছে বিজেপি।
যদিও বিজেপি-র অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তাঁদের দলের কেউ জড়িত নন। বিজেপি প্রার্থীর উপর সাধারণ মানুষের ক্ষোভ ছিল। তাই এই ঘটনা ঘটেছে দাবি তৃণমূলের।