West Bengal Assembly Election 2021

Bengal Polls: উত্তপ্ত শীতলকুচি, উদ্ধার বোমা, বিজেপি কর্মীদের খুনের হুমকির অভিযোগ অস্বীকার তৃণমূলের

শীতলকুচিতে বোমাবাজি ও বোমা উদ্ধারের ঘটনার প্রতিবাদে রবিবার সকালে ভেলাকোপায় মাথাভাঙা-শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ১৩:০৭
Share:

পথ অবরোধ গ্রামবাসীদের। নিজস্ব চিত্র।

শনিবার ভোটগ্রহণের সময় ৫ জন নিহত হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়েছিল কোচবিহারের শীতলকুচি। সেই ক্ষত এখনও তাজা। তার মধ্যেই এ বার সেখানে উদ্ধার হল বোমা। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজি ও দলীয় কর্মীদের ‘খুনের হুমকি’ দেওয়ার অভিযোগ করেছে বিজেপি। সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে শাসক দল।

Advertisement

বিজেপি-র অভিযোগ, শনিবার রাতেই শীতলকুচি বিধানসভার ১৪ নম্বর বুথে তৃণমূলের দুষ্কৃতীরা বোমাবাজি করে। সাধারণ গ্রামবাসী ও বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে গিয়ে প্রাণনাশেরও হুমকি দেয়। রবিবার সকালে বামনডাঙার ভেলাকোপা এলাকা থেকে তাজা বোমা উদ্ধার হয় বলে খবর।

এই বোমাবাজি ও বোমা উদ্ধারের ঘটনার প্রতিবাদে রবিবার সকালে ভেলাকোপায় মাথাভাঙা-শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। সুকুমার বর্মণ নামে এক গ্রামবাসী বলেন, ‘‘নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষের কারণে এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট হচ্ছে। আজ (রবিবার) সকালে আমাদের এলাকা থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। তাই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা পথ অবরোধ করেছি। পুলিশ-প্রশাসন আশ্বাস দিয়েছে। তার পরই আমরা পথ অবরোধ তুলেছি।’’

Advertisement

শীতলকুচি ১০ নম্বর বিধানসভার বিজেপি-র মণ্ডল সভাপতি লক্ষীকান্ত বর্মণ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘‘গত কয়েক দিন ধরেই তৃণমূলের গুন্ডাবাহিনী সন্ত্রাস চালাচ্ছে। গতকাল (শনিবার) নির্বাচনের সময়ও সেখানে আমাদের কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। সেই সময় তৃণমূল বেশ কয়েকটি বোমা ছোড়ে। হয়তো তার মধ্যে থেকেই কোনও একটি বোমা সকালে এলাকায় পড়ে ছিল।’’

অবশ্য অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। শীতলকুচির তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায় বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী আমাদের নিরীহ ৫ গ্রামবাসীকে গুলি করে খুন করেছে। এই ঘটনায় আমরা শোকস্তব্ধ। তার পরেও এই ধরনের মিথ্যা অভিযোগ বিজেপি-র কর্মকর্তারাই করতে পারেন। আজ গ্রামবাসীরা বিজেপি-র সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। এলাকায় সন্ত্রাস তৃণমূল নয়, বিজেপি-র কর্মীরা করছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement