Anubrata Mandal

WB Election 2021: বিজেপি-কে ভোট দেওয়ার জন্য প্রচার করতে পারে কেন্দ্রীয় বাহিনী, আশঙ্কা অনুব্রতর

অনুব্রত আরও বলেন, ‘‘আশা করি ওঁরা এ কথা বলবেন না। অত বোকা নন। সেন্ট্রাল ফোর্সের সঙ্গে আমাদের বাংলার পুলিশও থাকবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২১ ২০:১৫
Share:

গুসকরার সভায় অনুব্রত মণ্ডল। শুক্রবার। —নিজস্ব চিত্র

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার পূর্ব বর্ধমানের গুসকরায় তৃণমূলের নির্বাচনী সভায় আশঙ্কা প্রকাশ করলেন, বিজেপি-র হয়ে ভোট প্রচার করতে পারেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। সেটা করলে কী করতে হবে, তার উপায়ও বাতলে দিলেন নিজেই।

Advertisement

শুক্রবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকা ঘোষণা করেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আউশগ্রাম কেন্দ্রের বিধায়ক অভেদানন্দ থাণ্ডারকেই এবারেও প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এদিন গুসকরা পুর এলাকায় স্পোর্টিং ইউনিয়নের মাঠে তৃণমূলের মহিলা সভার আয়োজন করা হয়। অনুব্রত ছাড়াও উপস্থিত ছিলেন বোলপুর কেন্দ্রের সাংসদ অসিত মাল, বিধায়ক তথা প্রার্থী অভেদানন্দ থাণ্ডার। সভায় অনুব্রত বলেন, ‘‘কেউ কেউ বলছে সেন্ট্রাল ফোর্স বিজেপি-কে ভোট দেওয়ার জন্য বলবে। যদিও আমি শুনিনি। কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না। তবে কোনও সেন্ট্রাল ফোর্স বলতে পারে না তুমি বিজেপিকে ভোট দেবে। যদি কোথাও বলে থাকে তার জবাব মহিলারা দিয়ে দেবেন।’’

কিন্তু কেন্দ্রীয় বাহিনী যদি এমন কাজ করে, তা হলে তার বিহিত কী, সেটাও বলেছেন অনুব্রত। বলেছেন, ‘‘যদি সেন্ট্রাল ফোর্স বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলে, সঙ্গে সঙ্গে চেপে ধরবেন। জানতে চাইবেন, আপনি কি প্রার্থী? আপনার কি বলার অধিকার আছে?’’ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ থাকবে, এ কথা স্মরণ করিয়ে দিয়ে অনুব্রত বলেন, ‘‘আশা করি ওঁরা এ কথা বলবেন না। অত বোকা নন। সেন্ট্রাল ফোর্সের সঙ্গে আমাদের বাংলার পুলিশও থাকবে।’’

Advertisement

কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি নানা ইস্যুতে কেন্দ্রকে তোপ দাগেন অনুব্রত। বাংলার উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, ‘‘মমতা না থাকলে বাংলা শেষ হয়ে যাবে। পশ্চিমবঙ্গকে বাঁচাতে মমতাকে জেতাতে হবে।’’ গোষ্ঠী কোন্দল ভুলে এলাকার নেতা-কর্মীদের নির্দেশ সকলে মিলে মিলেমিশে কাজ করার কথাও বলেন অনুব্রত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement