West Bengal Election 2021

TMC Candidates List: তৃণমূলের প্রার্থী তালিকায় ১২ শতাংশ সংখ্যালঘু এবং ১৮ শতাংশ মহিলা

পাহাড়ের ৩টি আসন ছেড়ে বাকি ২৯১ কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২১ ১৯:৪৬
Share:

শুক্রবার সেই ঘোষণার সময় তৃণমূলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাহাড়ের ৩টি আসন ছেড়ে বাকি ২৯১ কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সেই ঘোষণার সময় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে তফসিলি জাতি ও জনজাতি প্রার্থীদের তালিকায় জায়গা পাওয়ার কথা উল্লেখ করেন। দলের দাবি, ১১টি অসংরক্ষিত আসনেও তফসিলি প্রার্থী দেওয়া হয়েছে। পাহাড়ের তিনটি আসন ছেড়ে রাখা হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার জন্য।

Advertisement

তৃণমূলের দেওয়া হিসাব অনুযায়ী, মোট ৭৯ জন তফসিলি জাতির প্রার্থী রয়েছেন তৃণমূলের তালিকায়। গত বার ছিলেন ৬৮ জন। তফসিলি জনজাতির প্রার্থী রয়েছেন ১৭ জন। গত বার ছিলেন ১৬ জন। এ ছাড়াও অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থী ১৯ জন। শতাংশের হিসেবে তফসিলি জাতি, জনজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি যথাক্রমে ২৭, ৬ ও ৭। একইসঙ্গে ৩৫ জন সংখ্যালঘুকে প্রার্থী করা হয়েছে। মোট প্রার্থীর ১২ শতাংশ। তালিকা অনুযায়ী পুরুষ প্রার্থী ২৪০ জন (৮২ শতাংশ) এবং মহিলা প্রার্থী ৫১ জন (১৮ শতাংশ)।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement