TMC

Bengal Polls 2021: প্রার্থী তালিকা ঘোষণা হতেই ঘাটালে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাটালের মমরাজপুরের জলসার চক এলাকায় বুথ তৃণমূলের বুথ সভাপতি আবদুল মান্নান খাঁন এবং শঙ্কর দলুই গোষ্ঠীর দীর্ঘ দিনের বিবাদ। আগেই নাকি হুমকি দেওয়া হত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৬ মার্চ ২০২১ ০২:৩৮
Share:

হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতকে। —নিজস্ব চিত্র

সবে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। এর মধ্যেই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। দলেরই বুথ সভাপতির উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে বিদায়ী তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই গোষ্ঠীর বিরুদ্ধে। তিনি এবারও ঘাটাল থেকে টিকিট পেয়েছেন। প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পরই হামলা চালানো হয় বলে অভিযোগ। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন শঙ্কর।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাটালের মমরাজপুরের জলসার চক এলাকায় বুথ তৃণমূলের বুথ সভাপতি আবদুল মান্নান খাঁন এবং শঙ্কর দলুই গোষ্ঠীর দীর্ঘ দিনের বিবাদ। আগেই নাকি হুমকি দেওয়া হত। ঘাটাল বিধানসভায় প্রার্থী হিসাবে শঙ্করের নাম ঘোষণা হওয়ার পরই তাঁর অনুগামীরা আবদুলের উপর হামলা চালায় বলে অভিযোগ।

আবদুল অভিযোগ করেন, শুক্রবার তিনি জলসার চকে যান। সেখানেই শঙ্করের ঘনিষ্ঠ ৪-৫ জন তাঁর উপর হামলা চালায়। যদিও এই হালমার সঙ্গে তাঁর জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন শঙ্কর। তিনি বলেন, “ওই ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত আছেন বলে মনে হয় না। সবাই একসঙ্গে কাজ করি। ব্যক্তিগত কোনও গন্ডগোলের জেরে ঘটনাটি ঘটেছে কিনা খোঁজ নিয়ে দেখতে হবে।” আহত আবদুলকে ঘাটালের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement