ফরাক্কায় ভোট দিতে এসে অসুস্থ হয়ে পড়েন ৮২ বছরের বৃদ্ধ। নিজস্ব চিত্র।
ভোট দিতে এসে মৃত্যু হল ভোটারের। মুর্শিদবাদের ফরাক্কায় একটি ভোটগ্রহণ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
মৃত বৃদ্ধের নাম শিশুপদ মণ্ডল। বয়স ৮২ বছর। অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রথমিক ভাবে অনুমান পুলিশের। সোমবার ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। অপেক্ষারত অবস্থাতেই অসুস্থ হয়ে পড়েন। ভোটকেন্দ্র থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান তিনি। মৃতের ছেলে রাজপতি মণ্ডল জানিয়েছেন, বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তাঁর বাবা। শারীরিক অবস্থাও ভাল ছিল না। তার পরও ভোট দিতে এসেছিলেন তিনি।
সোমবার সকালে ঘটনাটি ঘটে ফরাক্কার ৫৬ নম্বর ভোট গ্রহণ কেন্দ্রে। বিন্দুগ্রাম সদগোপপাড়া শিশু শিক্ষা কেন্দ্র স্কুলের ওই বুথে ভোট দিতে এসে অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ।
সোমবার সপ্তম দফার ভোট শুরু হয়েছে মুর্শিদাবাদ-সহ রাজ্যের পাঁচ জেলায়। এর মধ্যে মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে ফরাক্কা-সহ ১১টিতে ভোট সোমবারই। বাকি ১১টিতে ভোট বৃহস্পতিবার।