নিজস্ব সংবাদদাতা

আদালতে আত্মসমর্পণ রূপার

রাজ্যে চতুর্থ দফার ভোটের দিন উত্তর হাওড়ায় একটি বুথের সামনে এক মহিলা ভোটারকে নিগ্রহের অভিযোগ উঠেছিল ওই কেন্দ্রে বিজেপির তারকা প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে।

Advertisement
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৬ ০২:০২
Share:

রাজ্যে চতুর্থ দফার ভোটের দিন উত্তর হাওড়ায় একটি বুথের সামনে এক মহিলা ভোটারকে নিগ্রহের অভিযোগ উঠেছিল ওই কেন্দ্রে বিজেপির তারকা প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। একই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল তাঁর সঙ্গী এক বিজেপি কর্মীর বিরুদ্ধেও। শুক্রবার রূপা এবং অনিমেষ রায় নামে ওই কর্মী হাওড়ার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে আত্মসর্মপণ করে জামিনের আবেদন করেন। রূপার আইনজীবী সৌমেন পাত্র জানান, আদালত তাঁদের আবেদন মঞ্জুর করেছে। মামলার পরবর্তী শুনানি ১৩ মে। আদালত সূত্রে খবর, ২৫ এপ্রিল উত্তর হাওড়ায় ভোট চলার সময়ে বুথ জ্যামের অভিযোগ পেয়ে রূপা শ্রীকৃষ্ণ দেবাশ্রম শিক্ষা নিকেতন নামে স্কুলের ভোটগ্রহণ কেন্দ্রে যান। সেখানে গিয়ে বুথ জ্যামের অভিযোগ করায় তাঁর সঙ্গে তৃণমূল কর্মী ও লাইনে দাঁড়ানো ভোটারদের বচসা বাধে। অভিযোগ, সে সময়ে সোমা দাস নামে এক ভোটারের গায়ে হাত তোলেন রূপা ও অনিমেষ। ঘটনার পরেই মালিপাঁচঘরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সোমাদেবী। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ৩৪১, ৩২৩, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা করে। অনিমেষের বিরুদ্ধে এই ধারাগুলি ছাড়াও ৩৫৪ ধারায় (শ্লীলতাহানি) মামলা করা হয়। এর পরেই গত ২৭ তারিখ অনিমেষকে নোটিস পাঠিয়ে থানায় ডেকে পাঠায় পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement