Tollywood Actresses Sindur Khela

সিঁদুরে রাঙা নুসরত, বিয়ের পর প্রথম সিঁদুরখেলা শ্রীময়ীর, বাদ নেই মধুমিতা-ঋতাভরীও

পুজো শেষ, মন খারাপ থাকলেও হাসি মুখেই মাকে বিদায় জানানোর পালা। দশমীতেও মুখে হাসি তারকাদের। মায়ের বরণশেষে সিঁদুরখেলায় মাতলেন তাঁরা।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ২৩:৫২
Share:
০১ ১১

পুজো শেষ, মন খারাপ থাকলেও হাসি মুখেই মাকে বিদায় জানানোর পালা। দশমীতেও মুখে হাসি তারকাদের। মায়ের বরণশেষে সিঁদুরখেলায় মাতলেন তাঁরা।

০২ ১১

এ দিন মায়ের সাজও যেমন জাঁকজমকহীন, তেমনই পরিমিত সাজ অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়েরও। বিদায়বেলায় মায়ের মিষ্টিমুখ করালেন অভিনেত্রী।

Advertisement
০৩ ১১

বিয়ের পর প্রথম বিজয়া দর্শনা বণিক এবং সৌরভ দাসের। পুজোর শেষ দিনের মতোই বেরঙিন সাজে ধরা দিলেন তাঁরা। অভিনেত্রীর পরনে সাদা সালওয়ার-কামিজ এবং সেই সঙ্গে সামঞ্জস্য রেখেই সাদা পাঞ্জাবী পরেছেন সৌরভ দাস।

০৪ ১১

দশমীতে কন্যাকে নিয়ে সস্ত্রীক হাজির হলেন অর্জুন চক্রবর্তী। তবে অনুরাগীদের বিজয়ার শুভেচ্ছা জানাতেও ভুললেন না তিনি।

০৫ ১১

পুজোর শেষ দিনেও ঝলমলে মধুমিতা সরকার। তাঁর কাছে ‘কাজই পুজো এবং পুজোই কাজ’! দশমীতে খোশমেজাজে ধরা দিলেন অভিনেত্রী।

০৬ ১১

বেগুনি রঙা শাড়িতে অপরূপা রুক্মিণী মৈত্র। দশমীতে অভিনেত্রী জানালেন, ‘আসছে বছর আবার হবে’!

০৭ ১১

সিঁদুরে রাঙা মুখ, লাল পাড় সাদা শাড়িতে সিঁদুর খেললেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

০৮ ১১

পুজো...পুজো...পুজো...পুজো শেষ! দশমীতে কি মন খারাপ দেবলীনা কুমারের?

০৯ ১১

বরণ শেষে সিঁদুর খেলা! মেতে উঠলেন যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানও। সিঁদুরখেলা শেষে ছবি দিলেন একসঙ্গে।

১০ ১১

বিয়ের পর প্রথম বিজয়া অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিকের। মায়ের সামনে একসঙ্গে ধরা দিলেন জুটিতে।

১১ ১১

বলিউডের নামজাদা অভিনেত্রী তিনি, তবুও মন থেকে তো বঙ্গতনয়াই! দশমীতে সাদা শাড়িতে ধরা দিলেন মৌনী রায়। জানালেন বিজয়ার শুভেচ্ছা। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement