নিজস্ব চিত্র
মেদিনীপুরের জনসভা থেকে নতুন নামে ডেকে বিজেপি-কে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শুরু থেকেই তিনি কেন্দ্রীয় সরকার ও বিজেপি-র বিরুদ্ধে সুর চড়িয়ে ছিলেন। ভাষণের মাঝামাঝি এসে বিজেপি-র নতুন নাম দিলেন মমতা। বললেন, ‘‘বিজেপি আসলে ভারতীয় জঘন্য পার্টি’’। বিজেপি-কে আগেও নানা অভিধায় অভিহিত করেছেন তিনি। বিজেপি-র জাতীয় সভাপতি জেপি নড্ডাকে এর আগে ‘নাড্ডা, ফাড্ডা, চাড্ডা, গাড্ডা’ বলে কটাক্ষ করেছিলেন মমতা। বৃহস্পতিবার মেদিনীপুরের বিড়লা মাঠের সভা থেকে বিজেপি-র নতুন নাম দিলেন তিনি।
বিড়লা মাঠের জনসভা দিয়েই প্রথম দফার নির্বাচনের আগে প্রচারপর্ব শেষ করলেন তৃণমূল নেত্রী। আগের সভাগুলির মতো এই সভাতেও তিনি অভিযোগ করলেন, বিজেপি টাকা ছড়াতে চাইছে। মুখ্যমন্ত্রী বললেন, ‘‘বিজেপি যদি টাকা দেয়, তা হলে নিয়ে নিন। সেটা খরচ করুন। কিন্তু ভোটের বাক্সে বিজেপি-কে খরচ করে দিন। মনে রাখবেন, ওটা বিজেপি-র টাকা নয় আপনার টাকা।’’
মমতা বৃহস্পতিবারও সভার শেষে নির্বাচনী এজেন্ট ও বুথকর্মীদের ভোটের দিনগুলিতে সতর্ক থাকার বিষয়ে আলাদা করে মনে করিয়ে দেন। তাঁর অভিযোগ, ‘‘বিজেপি ভোটে জয়ের জন্য যা খুশি করতে পারে। তাই সতর্ক থাকতে হবে। ভোট গণনার সময় ভোটিং মেশিন ভাল করে পরীক্ষা করে দেখে নিতে হবে।’’