নিজস্ব চিত্র
মিছিলে ও প্রার্থীর হয়ে প্রচারের কাজে নাবালককে ব্যবহার করছেন বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী, এই অভিযোগ তুলে কমিশনে গেল তৃণমূল। অভিযোগে বলা হয়েছে, এ ভাবে ভোটের প্রচারে নাবালককে নামিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে বিজেপি। নেটমাধ্যমে ওই নাবালকের ভিডিয়োও ছড়িয়ে পড়েছে। এ নিয়ে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর গোপাল শেঠ লিখিতভাবে কমিশনে অভিযোগ জানিয়েছেন।
গোপালের অভিযোগ, গত ২৬ মার্চ বনগাঁ থানার সভায়পুর গ্রামে ভোটপ্রচারে গিয়ে এক নাবালককে কাজে লাগিয়েছেন বিজেপি প্রার্থী। তাঁর দাবি, এতে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। কমিশনের আইন মেনেই তৃণমূলের তরফ থেকে অভিযোগ দায়ের করেছেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, ‘‘নির্বাচন কমিশনে এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলাম। শুনছি শো-কজ করা হয়েছে। তবে আমি এখনও কোনও সদুত্তর পাইনি।’’
বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া বলেন, ‘‘কেউ যদি নিজের ইচ্ছায়, আনন্দ করে মিছিলে আসে, তাহলে তার দায় আমাদের নয়। তবে পরবর্তীকালে এমন ঘটনা যাতে না ঘটে, সে দিকে খেয়াল রাখব। আমাদের কাছে কমিশন জবাব চেয়েছিল। আমরা লিখিতভাবে সেই জবাব দিয়ে দিয়েছি।’’