নিজস্ব চিত্র
উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল। সিপিএমের অভিযোগ, বাড়িতে ঢুকে অত্যাচার চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় আহত হয়েছেন সিপিএমের ৩ কর্মী। তৃণমূলের ১ কর্মীও আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। সিপিএমের আহত তিন কর্মীর নাম দিনেশা বিবি, আবু লায়েস, সাদ্দাম হোসেন। তবে ঘটনায় জড়িত থাকার যাবতীয় অভিযোগ অস্বীকার করে তৃণমূল দাবি করেছে, তাদের সফি মণ্ডল নামে এক কর্মী আহত হয়েছে।
আক্রান্ত সিপিএম কর্মী আবু লায়েস জানিয়েছেন, ‘‘তৃণমূল কর্মীরা আমাদের উপর হামলা চালিয়েছে, নুর আমিন মিরাজুল-সহ অনেকে আমার বাড়িতে হামলা চালায়। পিস্তলের বাঁট দিয়ে আমাদের মারধর করা হয়। সোনার গয়নাও লুঠ করে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। বিধানসভা নির্বাচনে আমরা সিপিএমের হয়ে ভোট করছি, তার জন্যই আমাদের উপর আক্রমণ। আমাদের বুথ এজেন্ট না বসাতে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। আমরা ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’’
ডোমকল বিধানসভার তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলাম জানান, ‘‘দীর্ঘ দিন ধরে সিপিএম অত্যাচার করে ভোট লুঠ করেছে। আজ ডোমকল সিপিআইএম বলে কিছু নেই। এই ঘটনা আসলে জমি বিবাদের ফল। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।’’