এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে সরগরম পূর্ব মেদিনীপুরের রামনগর থানা এলাকা। অভিযোগ, শনিবার স্কুল থেকে ফেরার পথে সাত বছরের এক বালিকাকে রাস্তায় একা পেয়ে যৌন নির্যাতন করেন তার এলাকারই এক যুবক। ওই ঘটনার কথা জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে এলাকার মহিলাদের নিয়ে থানায় বিক্ষোভ দেখান ‘নির্যাতিতা’র মা। পুলিশ সূত্রের খবর, থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, শনিবার স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল এক সাত বছরের পড়ুয়া। রাস্তায় খানিকটা এগোতেই পরিচিত এক যুবকের সঙ্গে দেখা হয় তার। অভিযোগ, ছাত্রীটিকে ডেকে নিয়ে গিয়ে একটি ঝোপের আড়ালে তার উপর অত্যাচার চালানো হয়।
ওই স্থানেই মেয়েটিকে ফেলে চলে যান অভিযুক্ত যুবক। পরে মেয়েটি বাড়ি ফেরার পর ঘটনার কথা জানাজানি হয়। শোরগোল পড়ে যায় এলাকায়। নাবালিকাকে সঙ্গে নিয়ে পুলিশের কাছে যান গ্রামবাসীরা। নাবালিকার মা বলেন, ‘‘শনিবার দেড়টার সময় স্কুল থেকে বেরিয়েছিল মেয়ে। ওর ভাই স্কুলেই ছিল। এক সঙ্গে ফিরবে বলে স্কুলের সামনের রাস্তায় অপেক্ষা করছিল মেয়ে। সেই সুযোগে আমাদের এলাকার এক যুবক ওকে ডেকে নিয়ে যায়। মেয়ের উপর অত্যাচার করে পালিয়েছে ও। অনেক পরে মেয়ে বাড়ি ফেরে। ওর কাছে সব শোনার পর গ্রামবাসীদের সঙ্গে নিয়ে শনিবার রাতেই থানায় যাই। আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশের কাছে আমাদের একটাই দাবি, অভিযুক্তের কঠোর শাস্তি চাই।’’
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজখবর শুরু করেছে পুলিশ। কিন্তু এখনও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। অন্য দিকে, এ নিয়ে রাজনৈতিক শোরগোলও শুরু হয়েছে। বিজেপির রাজ্য কমিটির সদস্য তপন মাইতি বলেন, ‘‘সাত বছর বয়সি একটি নাবালিকার উপর পাশবিক ভাবে অত্যাচার করা হয়েছে। আমাদের এলাকায় এ ঘটনা নজিরবিহীন। এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা। পুলিশের কাছে আমাদের আবেদন, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা-না হলে আমরা প্রয়োজনে আন্দোলনে নামব।’’