West Bengal Assembly Election 2021

Bengal polls: প্রচারে বেরিয়ে হঠাৎ দেখা জুন-শমিতের, সৌজন্য বিনিময় তৃণমূল-বিজেপি প্রার্থীর

প্রার্থী ঘোষণার পর উত্তপ্ত ভোট বাজার। চলছে জোর কদমে প্রচার। প্রচারে বেরিয়ে সাক্ষাত তৃণমূল প্রার্থী জুন মালিয়া ও বিজেপি প্রার্থী শমিত দাসের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২১ ১৪:০৯
Share:

তৃণমূল প্রার্থী জুন মালিয়া ও বিজেপি প্রার্থী শমিতকুমার দাস।

প্রার্থী ঘোষণার পর থেকেই উত্তপ্ত ভোট বাজার। যাঁদের নাম ঘোষণা হয়ে গিয়েছে, তাঁরা জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন। প্রতিপক্ষের তুলনায় কেন তিনি বেশি যোগ্য, ভোটারদের কাছে সেটাই তুলে ধরার চেষ্টা করছেন। আর প্রচারের সময়ই মুখোমুখি হলেন ২ প্রার্থী। নমস্কার, প্রতিনমস্কার করে সৌজন্য বজায় রাখার চেষ্টা করলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া ও বিজেপি প্রার্থী শমিতকুমার দাস।

Advertisement

মেদিনীপুর শহরের জুগনিতলা এলাকায় প্রচার করছিলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। সে সময় জগন্নাথ মন্দির এলাকা থেকে প্রচার সেরে সাতপাটি এলাকায় প্রচারে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী শমিত দাস। যাওয়ার পথে তিনি দেখতে পান, প্রচার করছেন জুন। গাড়ি থেকে নেমে এগিয়ে যান শমিত। নমস্কার করেন। দেখতে পেয়ে জুনও প্রতিনমস্কার করেন তাঁকে। ২ জনের সৌজন্য বিনিময় হয়েছে মিনিট পাঁচেক।

২ প্রার্থীকে এই ভাবে কথা বলতে দেখে কিছুটা অবাক হয়ে যান ২ দলের কর্মী-সমর্থকরাও। শমিত জুনকে বলেন, “আমি আপনার সিনেমা দেখি। অনেকগুলো সিনেমা দেখেছি। আপনার অভিনয় ভাল লাগে। আপনি আমার শহরে অতিথি। আপনার সঙ্গে আমার আলাপ করা জরুরি ছিল। হয়ে গেল।” অন্য দিকে জুন বলেন, “আমি আপনার এখানে এসেছি। নানা জায়গা ঘুরে বেড়াচ্ছি। আমারও আপনার সঙ্গে পরিচয় করার দরকার ছিল। পরিচয় হয়ে ভাল লাগল। কিন্তু এ ভাবে যে দেখা হবে, তা ভাবিনি।”

Advertisement

২ জনের এই লড়াইয়ে কে জিতবেন তা জানা যাবে ২ মে, ভোট গণনার দিন। যখন নির্বাচনের লড়াইয়ে প্রার্থীরা একে অপরকে তীব্র আক্রমণ করছেন, অন্য দলকে আক্রমণ করতে গিয়ে অনেক সময় শালীনতার সীমাও অতিক্রম করছেন, সেই সময় অন্য এক ছবি দেখা গেল মেদিনীপুর শহরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement