স্বাতী মালিওয়াল। —ফাইল ছবি।
দল যে তাঁর পাশে রয়েছে, সেই বার্তা দিতে আজ স্বাতী মালিওয়ালের সঙ্গে দেখা করলেন আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহ। তাঁর সঙ্গে ছিলেন দিল্লি মহিলা কমিশনের সদস্য বন্দনা। কিন্ত মুখ্যমন্ত্রীর বাড়িতেই স্বাতীকে নিগ্রহের ঘটনার পর দু’দিন কেটে যাওয়া সত্ত্বেও, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল কেন পুলিশে অভিযোগ দায়ের করলেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব।
গত সোমবার আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ স্বাতী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন। সেই সময়ে তাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয় বলে পুলিশকে ফোন করে অভিযোগ করেন তিনি। অভিযোগের আঙুল ওঠে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৈভব কুমারের দিকে। ঘটনার দিন আপ নেতৃত্ব মুখে কুলুপ দিলেও, ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পরে, গতকাল ওই নিগ্রহের ঘটনা স্বীকার করে বিবৃতি দেন দলের নেতা সঞ্জয়। আজ দুপুরে তিনি ও মহিলা কমিশনের সদস্য বন্দনা স্বাতীর সঙ্গে দেখা করেন। সূত্রের মতে, গোটা ঘটনায় দল যে তাঁর পাশে রয়েছে সেই বার্তা দিতেই স্বাতীর সঙ্গে দেখা
করেন সঞ্জয়।
মুখ্যমন্ত্রীর আবাসে ওই নিগ্রহের ঘটনা হওয়া সত্ত্বেও কেন কেজরীওয়াল এখনও পুলিশে অভিযোগ দায়ের করলেন না, সেই প্রশ্ন তুলে আজ সরব হন বিজেপি নেতৃত্ব। আজ বিজেপির মহিলা শাখার পক্ষ থেকে দিল্লি সচিবালয় ও মুখ্যমন্ত্রী নিবাসের সামনে বিক্ষোভ দেখানো হয়। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব বলেন, ‘‘এই ঘটনায় আমরা স্বাতীর পক্ষে। মুখ্যমন্ত্রী নীরব কেন, সেই জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রীর ওই নীরবতা স্পষ্ট করে দিচ্ছে, তিনি কতটা অসংবেদনশীল। নিজের ঘনিষ্ঠ বৈভবকে বাঁচাতে এখন উঠেপড়ে লেগেছেন তিনি। স্বাতী যাতে মুখ বন্ধ রাখেন, সব রকম ভাবে সেই
চেষ্টা করা হচ্ছে।’’