Lok Sabha Election 2024

উত্তরপ্রদেশের থেকে ৪২ আসনের বাংলায় প্রায় চারগুণ মিটিং, মিছিল! জানাল নির্বাচন কমিশন

মিটিং, মিছিলের আবেদনে পশ্চিমবঙ্গের আগে রয়েছে তামিলনাড়ু। সেখানে বাংলার থেকে প্রায় দ্বিগুণ আবেদন জমা পড়েছে। বাংলার পরে রয়েছে বিজেপিশাসিত মধ্যপ্রদেশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ২২:০৯
Share:

লোকসভা ভোটের প্রচারে দেশের মধ্যে সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশকে পিছনে ফেলে দিল পশ্চিমবঙ্গ। —ফাইল চিত্র।

লোকসভা ভোটের প্রচারে দেশের মধ্যে সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশকে পিছনে ফেলে দিল পশ্চিমবঙ্গ। রবিবার নির্বাচন কমিশনের তথ্য বলছে, যোগী আদিত্যনাথের রাজ্যের তুলনায় এ রাজ্যে প্রায় চারগুণ মিটিং, মিছিল-সহ ভোট প্রচারের আবেদন জমা পড়েছে। রাজনৈতিক কর্মসূচির দৌড়ে দেশে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়। নির্বাচনী প্রচারের ১৬ শতাংশ আবেদন এখানকার। তবে প্রচারের দৌড়ে তামিলনাড়ু শীর্ষে রয়েছে। ওই রাজ্য থেকে এখনও পর্যন্ত কমিশনের কাছে প্রচার কর্মসূচির সর্বাধিক আবেদন জমা পড়েছে।

Advertisement

ভোটে সভা, মিছিল, মিটিং, গাড়ি, হেলিকপ্টার-সহ প্রচারের নানা কিছুর অনুমতির জন্য ‘সুবিধা’ অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, ওই অ্যাপেই প্রচার কেন্দ্রিক যাবতীয় অনুমতি নিতে হবে রাজনৈতিক দলগুলিকে। আগে আবেদন জানালে আগে অনুমতি মিলবে। রবিবার কমিশন বলেছে, ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর থেকে দেশ জুড়ে ভোটের প্রচারকেন্দ্রিক বিষয়ে ৭৩ হাজার ৩৬৯ আবেদন জমা পড়েছে। অনুমতি দেওয়া হয়েছে ৪৪ হাজার ৬২৬ আবেদনের। ওই তথ্য অনুযায়ী, গত ২০ দিনে কমিশনের কাছে পশ্চিমবঙ্গ থেকে ১১ হাজার ৯৭৬ আবেদন গিয়েছে। তুলনায় ৮০ আসনের উত্তরপ্রদেশে মিটিং, মিছিলের আবেদনের সংখ্যা অনেক কম। ওই রাজ্যে আবেদনের সংখ্যা তিন হাজার ২৭৩। অর্থাৎ, লোকসভার প্রচার দৌড়ে ৪২ আসনের বাংলা উত্তরপ্রদেশের থেকে অনেক এগিয়ে।

মিটিং, মিছিলের আবেদনে পশ্চিমবঙ্গের আগে রয়েছে তামিলনাড়ু। সেখানে বাংলার থেকে প্রায় দ্বিগুণ আবেদন জমা পড়েছে। ২৩ হাজার ২৩৯ আবেদন জমা পড়েছে এমকে স্ট্যালিনের রাজ্য থেকে। বাংলার পরে রয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। সেখানে ১০ হাজারের কিছু বেশি আবেদন জমা পড়েছে। অনেকে মনে করছেন, এ রাজ্যে সাত দফায় ভোটগ্রহণ। পুরোদমে প্রচার শুরু হলে বাংলায় ওই আবেদনের সংখ্যা আরও বাড়বে। এখনকার তথ্য বলছে, দেশের মধ্যে প্রচারে বাংলা শীর্ষে যেতেও পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement