TMC worker dies of heart attack

মুখ্যমন্ত্রীর সভা থেকে বাড়ি ফেরার পথে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হুগলির তৃণমূল কর্মীর

মৃতের নাম স্বপন মাঝি (৪৮)। বুধবার হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে চুঁচুড়ায় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সভায় গিয়েছিলেন স্বপন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২৪ ২২:৪২
Share:

—প্রতীকী চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে বাড়ি ফেরার পথে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূল কর্মীর। মৃতের নাম স্বপন মাঝি (৪৮)।

Advertisement

বুধবার হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে চুঁচুড়ায় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সভায় গিয়েছিলেন স্বপন। সভা শেষে একজনের সঙ্গে স্কুটারে চেপে বাড়ি ফেরার পথে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তৃণমূল সূত্রে খবর, স্বপন পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তাঁর খবর পেয়েই হাসপাতালে পৌঁছে যান চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। মৃত দলীয় কর্মীর পরিবারকে সমবেদনা জানাতে পরে তাঁর বাড়িতেও যান বিধায়ক। সেখানে তিনি বলেন, ‘‘মাস ছয়েক আগে একবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিল স্বপন। দলের প্রতি ভালবাসা থেকে মুখ্যমন্ত্রীর সভায় পৌঁছে গিয়েছিলেন তিনি। সভা শেষে বাড়ি ফেরার পথে ওঁর মৃত্যু হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement